বৈষম্য বিরোধী আন্দোলনে হামলায় হাইমচরে ইউপি সদস্য গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, হাইমচর (চাঁদপুর)
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ১৫: ৪৭

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের উপর হামলার অভিযোগে দায়ের করা এক মামলায় চাঁদপুরের হাইমচর উপজেলায় এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

গতকাল শনিবার সন্ধ্যায় হাইমচর উপজেলার ৩নং আলগী দুর্গাপুর দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এবং ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. খোরশেদ আলম প্রকাশ টেলু মেম্বার (৫৫) কে হাইমচর থানা পুলিশ গ্রেপ্তার করেন।

হাইমচর থানা সূত্রে জানা যায়, শনিবার হাইমচর থানার এসআই মো. আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্সসহ দক্ষিণ আলগী এলাকা থেকে তাকে গ্রেফতার করেন। তার বিরুদ্ধে হাইমচর থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের উপর হামলার মামলা রয়েছে।

হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের উপর হামলার অভিযোগে দায়ের করা এক মামলায় ইউপি সদস্য টেলু কে গ্রেপ্তার করা হয়। এবং পরের দিন যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত