আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মসজিদের খতিবের রাজকীয় বিদায়

এমএ হাসান, পরশুরাম-ফুলগাজী (ফেনী)

মসজিদের খতিবের রাজকীয় বিদায়
ইমামের রাজকীয় বিদায়

পরশুরামে এক মসজিদের ইমাম ও খতিবকে রাজকীয় বিদায় দিয়েছে মুসল্লী ও গ্রামবাসীরা।

রোববার (২০ জুলাই) উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের উত্তর টেটেশ্বর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবদুর রহমান দীর্ঘ ২৫ বছর ইমামতি শেষে বিদায়ের সময় পেয়েছেন এলাকাবাসীর সংবর্ধনা। সকাল থেকে গ্রামের মানুষ ইমামকে সংবর্ধনা দিতে আয়োজন করেন জমকালো অনুষ্ঠান।

বিজ্ঞাপন

মসজিদ কমিটির পক্ষ থেকে জানানো হয়, বিভিন্ন সমাজে মসজিদের ইমামদেরকে সম্মান দেয়া হয় না। অথচ তাদের কারণে সমাজ ও জাতি উপকৃত হয়। এলাকার যুবসমাজ ও গ্রামবাসীর উদ্যোগে ইমামকে সম্মান জানানোর উদ্যোগ নিয়েছি মাওলানা আব্দুর রহমানের গলায় ফুলের মালা পরিয়ে রাজকীয়ভাবে প্রাইভেটকারে চড়িয়ে, মোটরসাইকেল শোভা যাত্রার মাধ্যমে একই ইউনিয়নের দক্ষিণ কেতরাঙ্গা গ্রামে তার বাড়িতে পৌঁছে দেন গ্রামবাসী। এ সময় মসজিদ কমিটি ও এলাকাবাসীর পক্ষ থেকে তাকে নগদ ৫০ হাজার টাকা, পাঞ্জাবি, পায়জামার কাপড়সহ বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।

মসজিদের একজন মুসল্লি মোহাম্মদ নুরুন্নবী জানান, মাওলানা আব্দুর রহমান আমাদের মসজিদে ইমাম ও খতিব হিসেবে দীর্ঘ ২৫ বছর দায়িত্বে ছিলেন। পালন করেছেন। ঝড়, বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে মসজিদের হাল ধরে রেখেছিলেন তিনি। তার বিদায়ে আমরা খুবই কষ্ট পাচ্ছি।

বিদায়ি ইমাম ও খতিব মাওলানা আব্দুর রহমান বলেন, আমার জীবনের দীর্ঘ সময় এখানে কাটিয়েছি। তাদের সুখ-দুঃখে পাশে ছিলাম। এলাকাবাসী যে সম্মান দিয়েছে, তাদের কাছে চিরকৃতজ্ঞ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...