রায়পুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত কর্মী, তিনদিন পর মামলা

‎উপজেলা প্রতিনিধি, (রায়পুর) লক্ষ্মীপুর
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৫, ১৫: ৫৮

‎লক্ষ্মীপুরের রায়পুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে এক কর্মী নিহত হওয়ার তিনদিন পর ২৬ জনের নামে মামলা করা হয়েছে। এ মামলায় অজ্ঞাত আরও ১৬০ জনকে আসামি করা হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার রাত ১২টার দিকে নিহতের বড় ভাই হানিফ দেওয়ান রায়পুর থানায় এ মামলা করেন। এ মামলায় প্রধান আসামি হলেন, উত্তর চর বংশী ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি ফারুক কবিরাজ। তবে এ মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

এরআগে, গত সোমবার উপজেলার চর বংশী ইউনিয়নের চরগাছিয়া এলাকায় উপজেলা কৃষকদলের সদস্য সচিব জিএম শামীম গাজী ও ফারুক কবিরাজের সমর্থকদের সংঘর্ষ হয়। মেঘনা নদীর বুকে আলতাব মাস্টার মাছ ঘাট নিয়ে তাদের এ সংঘর্ষ হয়। এসময় প্রবাসী বিএনপি কর্মী সাইজুদ্দিন নিহত হন।

তবে এই এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। সংঘর্ষের ঘটনার পর থেকে পুরুষ শূন্য হয়ে পড়েছে পুরো এলাকায় । তবে ঘটনার চার দিন অতিবাহিত হওয়ার পরও দু পক্ষের মধ্যে উত্তেজনা রয়েছে।

‎রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজামউদ্দিন ভূঁইয়া মামলার বিযয়টি নিশ্চিত করে বলেন, জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত