আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

চাটখিলে ৪ মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড

উপজেলা প্রতিনিধি, চাটখিল (নোয়াখালী)

চাটখিলে ৪ মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড

নোয়াখালীর চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান শুক্রবার রাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪ মাদকসেবী যুবককে ৩ মাসের কারাদণ্ড ও ২০০ টাকা করে জরিমানা করেন।

বিজ্ঞাপন

দণ্ডিত মাদকসেবীরা হলেন উপজেলার হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের চান হাজী বাড়ির জাকির হোসেনের ছেলে মো. তারেক (২২), মনতাজ কবিরাজ বাড়ির আনিসুর রহমানের ছেলে মো. আহাদ (২৩), লক্ষণ বাড়ির আব্দুল মান্নানের ছেলে আল আমিন (২৯) ও লালমোহন ভোলার হাবিবুল্লাহর ছেলে তামজিদ হোসেন (১৯)।

স্থানীয় ও আদালত সূত্রে জানা যায়, এই ৪ মাদকসেবীকে গাঁজা সেবনের সময় নারায়ণপুরের উপেন্দ্র কবিরাজ বাড়ির সুপারির বাগান থেকে আটক করেন স্থানীয়রা। পরে স্থানীয়রা তাদের বেলাল মার্কেটে নিয়ে আসে। বিষয়টি তাৎক্ষণিক উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলিশের একটি টিমসহ ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পেয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৯ ধারায় তাদের দণ্ড প্রদান করেন। মাদকসেবী এই ৪ জনকে শনিবার সকালে নোয়াখালী জেলে প্রেরণ করা হয়েছে।

চাটখিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, শনিবার দুপরে তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...