আমার দেশে সংবাদ প্রকাশ: অনুদান পেলো নিখোঁজ জেলেদের পরিবার

উপজেলা প্রতিনিধি, কমলনগর (লক্ষ্মীপুর)
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৬: ৩৫

লক্ষ্মীপুরের কমলনগরে গভীর সমুদ্রে নিখোঁজ চার জেলের পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। আমার দেশ পত্রিকায় সংবাদ প্রকাশের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের আর্থিক অনুদান ও খাদ্যসামগ্রী প্রদান করে।

বিজ্ঞাপন

বুধবার (২৪ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চার জেলে পরিবারের স্বজনদের হাতে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়।

উপজেলা সূত্রে জানা গেছে, দু’মাস আগে মাছ ধরতে গিয়ে ট্রলারডুবিতে উপজেলার চার জেলে নিখোঁজ হন। তাদের প্রতিটি পরিবারকে ২৫ হাজার টাকা করে মোট এক লাখ টাকার আর্থিক সহায়তা দেয়া হয়েছে। পাশাপাশি খাদ্যসামগ্রীও বিতরণ করা হয়।

অনুদানের চেক তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাহাত উজ জামান ও পিআইও পরিতোষ কুমার বিশ্বাস।

এ সময় নিখোঁজ জেলেদের পরিবারের পক্ষ থেকে চেক গ্রহণ করেন— মৃত দিদারের স্ত্রী রেহানা বেগম, মৃত মজিবুর রহমানের স্ত্রী শাহানুর বেগম, মৃত কামালের স্ত্রী তাছনুর বেগম ও মৃত সোহেলের স্ত্রী রোজিনা বেগম।

ইউএনও মো. রাহাত উজ জামান বলেন, ‘আমার দেশ পত্রিকার মাধ্যমে নিখোঁজ চার জেলের খবর সঠিকভাবে জানতে পারি। প্রতিবেদকের তথ্য অনুযায়ী পরিবারের সাথে যোগাযোগ করে যাচাই-বাছাই শেষে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়কে অবহিত করা হয়। পরবর্তীতে প্রতিটি পরিবারকে নগদ সহায়তা ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত