সেলিম মাঝি গত পনের দিন বাড়ি থেকে বের হইছে সাগরে মাছ ধরতে। হঠাৎ খবর পাই তিনি ট্রলারসহ নিখোঁজ। মাথায় আকাশ ভাইঙ্গা পড়ল। মানুষটা বুঝি আর আইবো না..! কোম্পানি টোগাইনা বিধায় পোলাপাইন পাঠাইছি। সাগরের বিভিন্ন জায়গায় প্রায় ২০ হাজার টাকা খরচ কইরা খুডার চর, রহিঙ্গার চরে খুঁজছি।
রোববার (১০ জুলাই) মাছ ধরার ট্রলার নিয়ে গভীর সমুদ্রে যায় ১৭ জন মাঝি ও মহাজন। শুক্রবার (২৫ জুলাই) সকালে মহেশখালীর পশ্চিমে গ্যাস পাম্পের দক্ষিণে ট্রলারটি ডুবে যায়। পরে ১৩ জন বিভিন্নভাবে বেঁচে ফিরলেও এখনও নিখোঁজ রয়েছেন চারজন।