আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকে ঘিরে সারাদেশের ৬৪ জেলায় পুলিশ সুপার পদে রদবদল করেছে সরকার। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়। তারই অংশ হিসেবে চট্টগ্রামের ১১ জেলায় পুলিশ সুপারও দেশের বিভিন্ন জেলায় বদলি হয়েছেন। একইসাথে জেলাগুলোতে নতুন পুলিশ সুপারদের যুক্ত করা হয়েছে।
প্রজ্ঞাপন-সূত্রে জানা যায়, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুকে সিরাজগঞ্জে বদলি করা হয়েছে। আর চট্টগ্রামের নতুন পুলিশ সুপার হয়েছেন মোহাম্মদ নাজির আহমেদ খাঁন, কুমিল্লার পুলিশ নতুন সুপার হিসেবে পদায়ন করা হয়েছে ঢাকার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানকে। এছাড়াও নোয়াখালীর নতুন পুলিশ সুপার হিসেবে যুক্ত হয়েছেন খুলনার পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেন, লক্ষ্মীপুরের নতুন পুলিশ সুপার হিসেবে যুক্ত হয়েছেন সিআইডির পুলিশ সুপার মো. আবু তারেক। এই প্রজ্ঞাপনে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার হয়েছেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার শাহ মো. আব্দুর রউফ, চাঁদপুরের নতুন পুলিশ সুপার হয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপির) উপ-পুলিশ কমিশনার মো. রবিউল হাসান।
এদিকে পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ির নতুন পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে নেত্রকোনার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, রাঙামাটির পুলিশ সুপার হয়েছেন চাঁদপুরের পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, বান্দরবনে আবদুর রহমান ও পর্যটন নগরী কক্সবাজারের পুলিশ সুপার হিসেবে যুক্ত হয়েছেন এ, এন, এম সাজেদুর রহমান এবং ফেনীর পুলিশ সুপার হয়েছেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।

