স্বাস্থ্য খাতকে দুর্নীতিতে জর্জরিত করেছিল হাসিনা: ড্যাব সভাপতি

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১০: ৪৬

স্বাস্থ্য সেবার সাথে জড়িত কোন বিভাগকে স্বাধীনভাবে কাজ করতে দিতো না ফ্যাসিস্ট হাসিনা ও তার অনুসারীরা৷ তারা স্বাস্থ্য খাতকে দুর্নীতি ও অনিয়মে জর্জরিত কর রেখেছিল বলে মন্তব্য করেছেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) সভাপতি অধ্যাপক মো. হারুন আল রশিদ।

বিজ্ঞাপন

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকালে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার আসাদনগর কলেজ মাঠে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সভাপতি অধ্যাপক মো. হারুন আল রশিদ নিজ গ্রামে গণসংবর্ধনা গ্রহণকালে এসব কথা বলেন৷

তিনি আরো বলেন, স্বাস্থ্য মানুষের অমূল্য সম্পদ। কিন্তু সাধারণ মানুষ তাদের স্বাস্থ্যসেবা পাচ্ছে না। তার প্রধান কারণ হলো বিগত সরকারের আমলে বিভিন্নভাবে স্বাস্থ্য খাতকে প্রভাবিত করা হয়েছে। সরকারের ওপরের মহল থেকে বিভিন্নভাবে স্বাস্থ্য বিভাগকে জিম্মি করে রাখা হয়েছিল। ডাক্তারা বিভিন্ন সিন্ডিকেটের কাছে জিম্মি ছিল, ফলে কোনো কাজ করতে হলে স্বাস্থ্য বিভাগের হায়েনারা ঝাঁপিয়ে পড়তেন। আমরা নতুন ভোরের স্বপ্ন দেখছি। অচিরেই বাংলাদেশের মানুষ স্বাস্থ্যসেবার আমূল পরিবর্তন দেখতে পাবে৷ আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের হাত ধরে এ দেশের স্বাস্থ্য সেবার মানে ব্যাপক উন্নয়ন করা হবে ইনশাআল্লাহ।

সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য মো. জাহাঙ্গীর আলম ভূইয়ার সভাপতিত্বে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. এনামুল হক মাসুদের পরিচালনায় গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা (দ.) জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী জসিম উদ্দিন।

মালাপাড়া ইউনিয়ন বিএনপি ও আসাদনগর মতিন খসরু কলেজের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডা. মোঃ মাসুম হাসান, সভাপতি (ড্যাব) কুমিল্লা জেলা, অধ্যাপক ডা. তৌহিদুর রহমান সুমন, কুমিল্লা মেডিকেল কলেজ ড্যাব সভাপতি ডা. মিনহাজুর রহমান তারেক, কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা: আলী নূর মো. বশির আহমেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আমির হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক মো. শাহ আলম খোকন, যুগ্ম আহবায়ক মো. মহসিন কবির সরকার, যুগ্ম আহবায়ক মো. নজরুল ইসলাম, বিএনপি নেতা মো. মাজহারুল ইসলাম ভূইয়া।

এ সময় আসাদনগর আ. মতিন খসরু কলেজের অধ্যক্ষসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও এলাকার বিভিন্ন শ্রেণি পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মাওলানা মুহিবুল্লাহ মাদানি নিখোঁজ, সন্দেহের তীর ইসকনের দিকে

সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন তালুকদারের মৃত্যুতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের শোক

রাবাদার রেকর্ডে স্বস্তিতে প্রোটিয়ারা

যুক্তরাষ্ট্রের রাস্তায় ট্রাম্প-বিরোধী বিক্ষোভ নিয়ে খামেনির উপহাস

হোয়াইট হাউসে বলরুম নিয়ে রহস্য, নির্মাণে টাকা দিচ্ছে কারা

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত