আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

চট্টগ্রামে অটোরিকশা চালককে পিটিয়ে হত্যা

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামে অটোরিকশা চালককে পিটিয়ে হত্যা

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী এলাকায় কথাকাটাকাটির জেরে খোরশেদ আলম (৪২) নামের এক সিএনজিচালিত অটোরিকশা চালককে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার রাত সাড়ে ৯টার পর আমিন জুট মিল–সংলগ্ন মিড্যা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও–চিত্রে দেখা যায়, রাস্তায় খোরশেদের সঙ্গে তিন যুবকের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ধাক্কাধাক্কির পর তাদের একজন হাতে থাকা লাঠি দিয়ে খোরশেদকে আঘাত করেন। আঘাত পেয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লেও হামলাকারীরা বেধড়ক মারতে থাকেন। কিছু সময় পর খোরশেদের দেহ নিস্তেজ হয়ে গেলে তারা স্থান ত্যাগ করেন। এ সময় আশপাশে দাঁড়িয়ে থাকা লোকজন কেউই এগিয়ে আসেননি।

বিজ্ঞাপন

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা খোরশেদকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে একজনকে আটক করা হয়েছে। বাকি দুইজনকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

পুলিশ জানায়, মুখের দুর্গন্ধ নিয়ে অপমানজনক মন্তব্যের জেরে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। পরে তা রূপ নেয় মারধরে, শেষ পর্যন্ত যা খোরশেদের মৃত্যুর কারণ হয়।

নিহত খোরশেদ আলমের পরিবার জানায়, তারা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...