আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ফেনী- ১ আসন: ১৮ কোটি টাকার সম্পদের মালিক মজনু ও তার স্ত্রী

উপজেলা প্রতিনিধি, পরশুরাম (ফেনী)

ফেনী- ১ আসন: ১৮ কোটি টাকার সম্পদের মালিক মজনু ও তার স্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী- ১ (পরশুরাম-ছাগলনাইয়া-ফুলগাজি) আসনে বিএনপির প্রার্থী রফিকুল আলম মজনুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।

বিজ্ঞাপন

‎নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামা অনুযায়ী, রফিকুল আলম মজনু ও তার স্ত্রী নাজমুন নাহার হাসি কোটি টাকার সম্পদের মালিক। একই সঙ্গে হলফনামায় রফিকুল আলম মজনুর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মোট ১৬৮টি মামলার তথ্য উল্লেখ রয়েছে।

‎হলফনামায় দেখা যায়, রফিকুল আলম মজনুর স্থাবর সম্পদের বর্তমান বাজারমূল্য দেখানো হয়েছে ৭ কোটি ৭৬ লাখ ৩০ হাজার ৭০০ টাকা। অন্যদিকে তার স্ত্রী নাজমুন নাহার হাসির নামে স্থাবর সম্পদের বাজারমূল্য উল্লেখ করা হয়েছে ১০ কোটি ৪১ লাখ ৪০ হাজার টাকা। এছাড়া মজনুর নামে ২০ ভরি এবং তার স্ত্রীর নামে ৫০ ভরি স্বর্ণ থাকার তথ্যও রয়েছে।

‎হলফনামার তথ্যানুযায়ী, রফিকুল আলম মজনু ২০২৫-২৬ অর্থবছরের আয়কর রিটার্নে ১ কোটি ২৪ লাখ ২৬ হাজার ৮৮৩ টাকা আয় দেখিয়েছেন। একই রিটার্নে তার মোট সম্পদের পরিমাণ উল্লেখ করা হয়েছে ৩ কোটি ৬৬ লাখ ৯৬ হাজার ২৩ টাকা এবং প্রদত্ত আয়করের পরিমাণ ৩২ লাখ ৭৮ হাজার ২৬৫ টাকা।

‎অন্যদিকে, তার স্ত্রী নাজমুন নাহার হাসি একই অর্থবছরের আয়কর রিটার্নে ১৫ লাখ ৫৪ হাজার টাকা আয় দেখিয়েছেন। তার নামে মোট সম্পদের পরিমাণ ২ কোটি ৩৫ লাখ ৭ হাজার ৯১৯ টাকা এবং প্রদত্ত আয়কর দেখানো হয়েছে ১ লাখ ৩২ হাজার ৮০০ টাকা।

‎হলফনামা অনুযায়ী, রফিকুল আলম মজনুর ঢাকার শান্তিনগর, পল্টন, দক্ষিণ শাহজাহানপুর, জাতীয় ভলিবল স্টেডিয়াম এলাকা ও ছাগলনাইয়ায় একাধিক ফ্ল্যাট, দোকান ও জমি রয়েছে। পাশাপাশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা, এফডিআর, নগদ অর্থ, আসবাবপত্র, ইলেকট্রনিক সামগ্রী এবং একটি বৈধ আগ্নেয়াস্ত্রের তথ্যও উল্লেখ করা হয়েছে।

‎তার স্ত্রী নাজমুন নাহার হাসির নামে ঢাকার জাতীয় ভলিবল স্টেডিয়াম এলাকা, বনশ্রী, পল্টন ও আউটার সার্কুলার রোডে দোকান, অফিস ও ফ্ল্যাটসহ বিপুল পরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য রয়েছে।

‎নির্বাচনী হলফনামায় আরো উল্লেখ করা হয়, রফিকুল আলম মজনুর নামে শেয়ারের বিপরীতে, বাড়ি নির্মাণ এবং গাড়ি ক্রয় বাবদ মোট কয়েক কোটি টাকার ঋণ রয়েছে।

‎হলফনামা অনুযায়ী, রফিকুল আলম মজনু ১৯৭২ সালের ১ মার্চ ফেনী সদর উপজেলার ইজ্জতপুর ইউনিয়নের সাতবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি রাজধানীর শান্তিনগরের শাহজাহানপুর রেলওয়ে কলোনী এলাকায় বসবাস করছেন। তার শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর (ব্যবস্থাপনা)। পেশা হিসেবে তিনি ব্যবসার সঙ্গে জড়িত এবং একাধিক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। তার স্ত্রী নাজমুন নাহার হাসিও ব্যবসায়ী।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন