চুরির অভিযোগে জার্মান শেফার্ড লেলিয়ে যুবককে নির্যাতন, গ্রেপ্তার ৩

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ১৩: ৩০

কুমিল্লার বুড়িচংয়ে সাকুরা স্টিল মিলে চুরির অভিযোগে এক যুবককে জার্মান শেফার্ড কুকুর লেলিয়ে নির্যাতনের তিন আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব- ১১।

বিজ্ঞাপন

শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে বুড়িচং উপজেলার ময়নামতি এলাকার সাকুরা স্টিল মিল থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় নির্যাতনের শিকার জয় চন্দ্র সরকার বাদী হয়ে বুড়িচং থানা মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলার আরিয়াল গ্রামের জুলহাস মিয়ার ছেলে শান্ত ইসলাম, একই জেলার মুন্সিগঞ্জ সদর উপজেলার মুরমা গ্রামের মৃত সিরাজ উদ্দিন শেখের ছেলে মোহাম্মদ আল আমিন ও বরিশাল জেলার মালিকান্দা গ্রামের মো. ফারুক হালদারের ছেলে মো. সজীব হালদার। তারা সবাই সাকুরা স্টিল মিলের নিরাপত্তা কর্মী।

নির্যাতনের শিকার যুবক জয় কুমার সাহা (৩২) ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার শীতলপুর গ্রামের বাসিন্দা । তিনি ভাঙ্গারি ব্যবসা করেন। তার বিরুদ্ধে স্টিল মিলে চুরির অভিযোগ করা হলেও তার বিরুদ্ধে এর আগের কোনো অপরাধের তথ্য পায়নি পুলিশ।

জানা গেছে, শুক্রবার দুপুরে জুমার নামাজের সময় উপজেলার ময়নামতি ইউনিয়নের দেবপুর এলাকার একটি স্টিল মিলে এ ঘটনা ঘটে। পরে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে শুক্র‍বার মধ্যরাতে র‌্যাব ও পুলিশ অভিযান চালিয়ে ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই মিলের নিরাপত্তাকর্মী শান্ত , লিপু ও সজিব নামে তিনজনকে গ্রেপ্তার করে। তারা নিজেরাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই নির্যাতনের ভিডিওটি ছড়িয়ে দেয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দুটি কুকুর শ্রী জয়ের শরীরে একযোগে কামড় বসাচ্ছে এবং কয়েকজন ব্যক্তি লাঠি হাতে তাকে আঘাত করছে। কুকুরের কামড় ও লাঠির আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে তিনি বাঁচার জন্য চিৎকার করতে থাকেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সাকুরা স্টিল মিলে বেশ কিছুদিন ধরে চুরি ও ডাকাতির ঘটনা ঘটেছিল। প্রায়ই শুক্রবার জুমার নামাজের সময় এসব চুরি সংঘটিত হতো। শুক্রবার জুমার নামাজের সময় মিলের কিছু নিরাপত্তাকর্মী ও শ্রমিক নামাজে না গিয়ে চোর ধরার জন্য অপেক্ষা করে ।

নামাজ শুরু হলে জয় কুমার কৌশলে মিলের ভেতরে প্রবেশ করলে নিরাপত্তাকর্মীরা মিলের দুটি কুকুরকে তার পেছনে লেলিয়ে দেয়। কুকুরের তাড়া খেয়ে তিনি এক প্রান্তে দৌড়ে গিয়ে মাটিতে পড়ে গেলে তাকে লাঠি দিয়ে মারধর করা হয়।

ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনা শুরু হয়। পরে রাতেই র‍্যাব-১১ সিপিসি-২ এবং বুড়িচং থানা পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে র‌্যাব।

র‍্যাব-১১ সিপিসি-২ এর অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম শনিবার সকালে প্রেস ব্রিফিংয়ে জানান, নির্যাতনের শিকার জয় চন্দ্র অভিযুক্ত তিন নিরাপত্তা কর্মীকে আসামি করে বুড়িচং থানায় একটি মামলা করেছেন। কুকুরের কামড়ের শিকার জয়কে সংশ্লিষ্ট চিকিৎসা দিয়ে বুড়িচং থানার হেফাজতে রাখা হয়েছে। গ্রেপ্তার তিন আসামিকে বুড়িচং থানায় হস্তান্তর করা হবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত