
জেলা প্রতিনিধি, কুমিল্লা

লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।
ড. খন্দকার মারুফ হোসেন ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে পোস্ট করে বলেন, "যা চিরকাল মনে রাখার মতো, জীবনের সেরা মুহূর্ত।"
১৫ আগস্ট ড. খন্দকার মোশাররফ হোসেন, তার সহধর্মিণী বিলকিস আকতার ও ছেলে খন্দকার মারুফ হোসেন চিকিৎসার জন্য লন্ডনে যান।
খন্দকার মারুফ হোসেন বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সংগঠিত করেছেন দেশের তরুণ প্রজন্মকে, জাগিয়ে তুলেছেন জাতীয়তাবাদের অগ্নিশিখা। স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরি তারেক রহমান। তিনি এক-এগারোর সময় ফখরুদ্দিন মইনুদ্দিন সরকারের জুলুম ও নিপীড়নের শিকার হয়েছেন সবচেয়ে বেশি। তারেক রহমানকে রাজনীতি থেকে নির্মূল করার জন্য গভীর ষড়যন্ত্র করা হয়েছিল। সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট মামলা দিয়েছিল। তারপরও তারেক রহমানকে দমিয়ে রাখতে পারেনি।
তিনি উল্লেখ করেন, বাংলাদেশ ও লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে আমার একাধিকবার সাক্ষাতের সুযোগ হয়েছে । সাক্ষাৎকালে আমি তার চোখে-মুখে দেখেছি আলোর শিখা। তারেক রহমানের আশাবাদী কথাবার্তা গভীরভাবে অনুধাবন করেছি। তার দেশ গড়ার, জনগণের প্রতি গভীর ভালোবাসা ও মমত্ববোধ বারবার উচ্চারিত হয়েছে। প্রবাসে থেকেও দেশ-জাতি নিয়ে তার ভাবনার শেষ নেই ।
আজ গোটা জাতি তাকিয়ে আছে ২০২৬-এর ফেব্রুয়ারির নির্বাচনের দিকে। ওই নির্বাচনের মাধ্যমে জনগণ নেতা নির্বাচিত করবেন। তারা প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় জাতীয়তাবাদী আদর্শের খাঁটি দেশপ্রেমিক তারেক রহমানকে। তার নেতৃত্বেই হবে আগামীর বাংলাদেশ উন্নত সমৃদ্ধ প্রগতিশীল আওয়ামী জঞ্জালমুক্ত।

লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।
ড. খন্দকার মারুফ হোসেন ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে পোস্ট করে বলেন, "যা চিরকাল মনে রাখার মতো, জীবনের সেরা মুহূর্ত।"
১৫ আগস্ট ড. খন্দকার মোশাররফ হোসেন, তার সহধর্মিণী বিলকিস আকতার ও ছেলে খন্দকার মারুফ হোসেন চিকিৎসার জন্য লন্ডনে যান।
খন্দকার মারুফ হোসেন বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সংগঠিত করেছেন দেশের তরুণ প্রজন্মকে, জাগিয়ে তুলেছেন জাতীয়তাবাদের অগ্নিশিখা। স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরি তারেক রহমান। তিনি এক-এগারোর সময় ফখরুদ্দিন মইনুদ্দিন সরকারের জুলুম ও নিপীড়নের শিকার হয়েছেন সবচেয়ে বেশি। তারেক রহমানকে রাজনীতি থেকে নির্মূল করার জন্য গভীর ষড়যন্ত্র করা হয়েছিল। সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট মামলা দিয়েছিল। তারপরও তারেক রহমানকে দমিয়ে রাখতে পারেনি।
তিনি উল্লেখ করেন, বাংলাদেশ ও লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে আমার একাধিকবার সাক্ষাতের সুযোগ হয়েছে । সাক্ষাৎকালে আমি তার চোখে-মুখে দেখেছি আলোর শিখা। তারেক রহমানের আশাবাদী কথাবার্তা গভীরভাবে অনুধাবন করেছি। তার দেশ গড়ার, জনগণের প্রতি গভীর ভালোবাসা ও মমত্ববোধ বারবার উচ্চারিত হয়েছে। প্রবাসে থেকেও দেশ-জাতি নিয়ে তার ভাবনার শেষ নেই ।
আজ গোটা জাতি তাকিয়ে আছে ২০২৬-এর ফেব্রুয়ারির নির্বাচনের দিকে। ওই নির্বাচনের মাধ্যমে জনগণ নেতা নির্বাচিত করবেন। তারা প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় জাতীয়তাবাদী আদর্শের খাঁটি দেশপ্রেমিক তারেক রহমানকে। তার নেতৃত্বেই হবে আগামীর বাংলাদেশ উন্নত সমৃদ্ধ প্রগতিশীল আওয়ামী জঞ্জালমুক্ত।

মঙ্গলবার (২১অক্টোবর) জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় কমিটির সভাপতি কে,এম হারুন অর রশিদ ও সাধারন সম্পাদক মিয়া মোহাম্মদ রাজিবুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সভাপতি- সাধারন সম্পাদকসহ ৫৩ সদস্য বিশিষ্ট নির্বাহি কমিটি ঘোষনা দেন। ওই কিমিটির নির্বাহি সদস্য হিসেবে নূর আলমের নাম রয়েছে।
১ ঘণ্টা আগে
নিখোঁজ মুফতি মুহিবুল্লাহর ছেলে আব্দুল্লাহ জানান, তিনি জুমার নামাজে হিন্দু সম্প্রদায়ের সংগঠন ইসকন নিয়ে বয়ান করে ছিলেন। এরপর থেকে তাকে হুমকি দিয়ে বেশ কয়েকটি উড়ো চিঠি দেয়া হয়। এরপর থেকে তিনি বিষয়টি নিয়ে মসজিদ কমিটির সাথে কথা বলেন। একপর্যায়ে বুধবার সকাল থেকে তিনি নিখোঁজ হন।
২ ঘণ্টা আগে
গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালীতে নদী শাসন ও ভাঙনরোধ প্রকল্পের কাজে বাধার প্রতিবাদে মানববন্ধন করেছে গ্রামবাসী। বুধবার বিকেলে যমুনা নদীর তীর সংলগ্ন এলাকায় স্থানীয় নদীপাড়ের মানুষ এ মানববন্ধন করে।
২ ঘণ্টা আগে
স্থানীয়রা জানান, আলমাস উপজেলার ৩ নম্বর চারিকাটা ইউনিয়নের নয়াখেল পূর্ব গ্রামের শরীফ উদ্দিনের ছেলে। জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) সুইরঘাট বিওপির চার বিজিবি সদস্য দুটি মোটরসাইকেলযোগে চোরাইপণ্যবাহী একটি পিকআপকে ধাওয়া করেন। এ সময় বিজিবির ছোড়া গুলিতে আলমাস গুলিবিদ্ধ হন।
৩ ঘণ্টা আগে