আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বান্দরবান বান্দরবানে সাবেক মন্ত্রী বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ

জেলা প্রতিনিধি, বান্দরবান

বান্দরবান বান্দরবানে সাবেক মন্ত্রী বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ

বান্দরবানে সাবেক পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী ও এমপি বীর বাহাদুর উশৈসিংয়ের বাসভবনে অগ্নিসংযোগ করেছেন উত্তেজিত ছাত্র-জনতা। গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে শহরের রাজারমাঠ-সংলগ্ন এলাকায় অবস্থিত তার বাড়িতে আগুন দেওয়ার খবর পাওয়া যায়।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, জুলাই বিপ্লবের অগ্রনায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর শহরের ট্রাফিক মোড়ে বিক্ষোভ করেন ছাত্র-জনতা। পরে সেখান থেকে উত্তেজিত বিক্ষোভকারী মিছিল নিয়ে সাবেক মন্ত্রীর বাসভবনের সামনে জড়ো হন। একপর্যায়ে বিক্ষোভকারীরা বাসভবনের ভেতরে আগুন দেন।

মুহূর্তে আগুনের লেলিহান শিখা নিচতলায় ছড়িয়ে পড়ে। এ সময় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করলে সেখানে বাধা দেন উত্তেজিত জনতা। পরে সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রত্যক্ষদর্শীরা আরো জানায়, আগুন দেওয়ার আগমুহূর্তে সাবেক এমপি বাহাদুর বাড়িতে ছিলেন না। তিনি হামলার খবর পেয়েই সটকে পড়েন। এ সময় তার স্ত্রীও বাড়িতে ছিলেন না। তবে বাড়ির কেয়ারটেকার তখন উপস্থিত ছিলেন।

আগুনে বাসভবনের নিচে থাকা দুটি দামি গাড়ি এবং ঘরের ভেতরের বিপুল পরিমাণ আসবাবপত্রসহ মূল্যবান জিনিসপত্র সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন