ব্যাংকের টাকা আত্মসাৎ

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানসহ ২৪ জনের নামে মামলা

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫, ১৮: ৩২
আপডেট : ০৭ আগস্ট ২০২৫, ১৮: ৪১

ভুয়া প্রতিষ্ঠানের নামে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) থেকে ২৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তার স্ত্রী ও সাবেক ইউসিবি চেয়ারম্যান রুকমীলা জামানসহ মোট ২৪ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (৭ আগস্ট) দুদকের সহকারী পরিচালক মুহাম্মদ শোয়াইব ইবনে আলম বাদী হয়ে চট্টগ্রামের সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি দায়ের করেন।

বিজ্ঞাপন

মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা আরামিট সিমেন্ট লিমিটেডের কর্মকর্তা ও কর্মচারীদের তিনটি ভুয়া প্রতিষ্ঠানের (প্রগ্রেসিভ ট্রেডিং, ইম্পেরিয়াল ট্রেডিং ও ক্রিসেন্ট ট্রেডার্স) মালিক সাজিয়ে ব্যাংক থেকে ঋণ নেন। যাচাই-বাছাই ছাড়াই 'ক্রিসেন্ট ট্রেডার্স'-এর নামে ইউসিবি ব্যাংকের জুবলী রোড শাখায় হিসাব খোলা হয়। ব্যাংক কর্মকর্তারা মিথ্যা তথ্য দিয়ে ঋণের সুপারিশ করলে ইউসিবির বোর্ড সভায় তা অনুমোদিত হয় এবং ২৫ কোটি টাকা ঋণ হিসেবে আত্মসাৎ করা হয়। এই অর্থ পরে নগদ উত্তোলন এবং মানিলন্ডারিংয়ের মাধ্যমে সরিয়ে ফেলা হয়।

এই মামলায় দণ্ডবিধি, দুর্নীতি প্রতিরোধ আইন এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইনে অভিযোগ আনা হয়েছে।

এর আগেও সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রায় ৮৫ কোটি টাকার ঋণ জালিয়াতির অভিযোগে তিনটি মামলা দায়ের করেছিল দুদক। ওইসব মামলায় আদালত তাদের শতাধিক বিদেশি সম্পত্তি, ৩৯টি ব্যাংক হিসাব এবং ১০২ কোটি টাকার শেয়ার জব্দ করার আদেশ দিয়েছেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত