আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

‘আমার দেশে’ সংবাদ প্রকাশে হাইমচরে সড়ক মেরামত করলো বিএনপি

উপজেলা প্রতিনিধি, হাইমচর (চাঁদপুর)

‘আমার দেশে’ সংবাদ প্রকাশে হাইমচরে সড়ক মেরামত করলো বিএনপি

দৈনিক 'আমার দেশ'পত্রিকায় সংবাদ প্রকাশের জেরে চাঁদপুরের হাইমচর উপজেলার ৩নং আলগী দুর্গাপুর দক্ষিণ ইউনিয়নের একটি বেহাল সড়ক দ্রুত মেরামত করেছেন স্থানীয় বিএনপি নেতারা। গত সোমবার (৩ নভেম্বর) 'সংস্কারের অভাবে ডোবায় পরিণত হাইমচরের সড়ক' শিরোনামে সংবাদটি প্রকাশিত হয়।

বিজ্ঞাপন

জনতা বাজার থেকে মইনুদ্দি বাড়ি হয়ে ভাইয়া ব্রিক ফিল্ড হয়ে বর্ডারফোল পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে কার্যত ডোবায় পরিণত হয়েছিল।

সংবাদটি নজরে আসার পর গতকাল বুধবার ইউনিয়ন বিএনপির উদ্যোগে রাস্তাটি মেরামত করা হয়। ৩নং আলগী দুর্গাপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল হোসেন বাচ্চু জানান, জেলা ও উপজেলা বিএনপির নির্দেশে আমি কালা চৌকিদার মোড় থেকে বর্ডারফোল বাজার পর্যন্ত রাস্তাটি সংস্কার করেছি।

রাস্তাটি মেরামত হওয়ায় স্থানীয় বাসিন্দারা স্বস্তি প্রকাশ করেছেন এবং 'আমার দেশ' পত্রিকা ও এর উপজেলা প্রতিনিধিকে ধন্যবাদ জানিয়েছেন। তারা বলেন, সংবাদ প্রকাশের পরই স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ দ্রুত রাস্তাটি সংস্কার করে দেওয়ায় তারা এখন নির্বিঘ্নে চলাচল করতে পারছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন