এডিসি হারুন-বিপ্লবের বিচার দাবিতে সেনবাগে বিএনপির বিক্ষোভ সমাবেশ

উপজেলা প্রতিনিধি, সেনবাগ (নোয়াখালী)
প্রকাশ : ০৭ জুলাই ২০২৫, ০৯: ০২

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের ওপর ২০১১ সালের ৬ জুলাই ঢাকার জাতীয় সংসদ ভবন এলাকায় হরতাল পালনকালে এডিসি হারুন ও বিপ্লবের নেতৃত্বে নৃশংস হামলা করা হয়। ওই হামলার বিচার ও তাদের গ্রেপ্তারের দাবিতে রোববার বিকালে সেনবাগ উপজেলা ও পৌরসভা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে সেনবাগ পৌর শহরে এক বিশাল বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সেনবাগ পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মাস্টার আবদুল হান্নান লিটনের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হুমায়ুন কবির ও উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক নুরনবী রাজুর যৌথ সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার

উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। প্রধান বক্তা ছিলেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো।

বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এবিএম জাকারিয়া।

বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোক্তার হোসেন পাটোয়ারী, সাবেক সহসভাপতি আবু ইউসুফ মজুমদার, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিন উল্যাহ বিএসসি, মিয়া মো. ইলিয়াস, সেনবাগ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক বাবুল, সাবেক সাধারণ সম্পাদক সহিদ উল্যাহ, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক সুলতান সালাউদ্দীন লিটন, সাবেক সদস্য সচিব সাহেব উদ্দিন রাসেল, সেনবাগ পৌর যুবদলের সাবেক আহ্বায়ক মোকাররম হোসেন, সাবেক সদস্য সচিব ইমরান হোসেন স্বপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক কামরুল হাছান তুহিন, পৌর ছাত্রদলের আহ্বায়ক আলাউদ্দিন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত