আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে ১০ প্রার্থীর মনোনয়ন বৈধ, ১ জনের বাতিল

উপজেলা প্রতিনিধি, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে ১০ প্রার্থীর মনোনয়ন বৈধ, ১ জনের বাতিল

ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) সংসদীয় আসনের মনোনয়নপত্র যাচাইবাছাই শেষে ১১ জন প্রার্থীর মধ্যে ১০ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা এবং এক প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (৩ জানুয়ারি) সকালে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাইবাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তাহসিনা বেগম এ তথ্য নিশ্চিত করেন।

বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন—উপজেলা বিএনপির সভাপতি আবদুল মান্নান ( বিএনপি), জেলা বিএনপির অর্থনীতিবিষয়ক কাজী নাজমুল হোসেন তাপস (স্বতন্ত্র), আবদুল বাতেন ( জামায়াতে ইসলামী), আমজাদ হোসেন আশরাফী (বাংলাদেশ খেলাফত মজলিস), নজরুল ইসলাম নজু (ইসলামী আন্দোলন বাংলাদেশ), কামরুল ইসলাম (জাতীয় পার্টি), শাহিন খান (বাংলাদেশের কমিউনিস্ট পার্টি), নাহিদা জাহান ( গণসংহতি আন্দোলন), নজরুল ইসলাম ভূঁইয়া (গণফ্রন্ট), মো. আশরাফুল হক (ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ)। মনোনয়নপত্র বৈধ ঘোষণার খবরে সংশ্লিষ্ট প্রার্থী ও তাদের সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী মুসা সিরাজীর মনোনয়নপত্র ত্রুটিপূর্ণ থাকায় বাতিল করা হয়।

এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বলেন, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে মোট ১১জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাইবাছাই শেষে ১০ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। একজনের মনোনয়নপত্র ত্রুটিপূর্ণ থাকায় বাতিল করা হয়েছে।

এসআই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...