আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রামুতে রাইফেলের গুলি উদ্ধার, আটক ১

উপজেলা প্রতিনিধি, রামু (কক্সবাজার)

রামুতে রাইফেলের গুলি উদ্ধার, আটক ১
ছবি: আমার দেশ

কক্সবাজার পুলিশ সুপারের নির্দেশনায় এবং রামু থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে রামু থানার পুলিশ ও ঈদগড় পুলিশ ক্যাম্পের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্রের গুলি ও কার্তুজ উদ্ধার করা হয়েছে।

শনিবার দিবাগত রাত আড়াইটায় রামু থানাধীন ঈদগড় ইউনিয়নের পানিস্যাঘোনা এলাকার নুর মোহাম্মদ কালু চৌকিদারের বসতঘরে অভিযান চালানো হয়। এ সময় ঘরের ভেতরে ধানের বস্তার মধ্যে লুকানো অবস্থায় ১০ রাউন্ড চায়না রাইফেলের গুলি, শর্টগানের ২ রাউন্ড কার্তুজ, শর্টগানের তিনটি খালি খোসা উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি গুলি ও কার্তুজ বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার কথা স্বীকার করেছে।

পুলিশ জানায়, নুর মোহাম্মদ চৌকিদার একজন দক্ষ আগ্নেয়াস্ত্র তৈরির কারিগর এবং পেশাদার অস্ত্র ব্যবসায়ী। তার বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি ও চাঁদাবাজিসহ মোট পাঁচটি মামলা রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে রামু থানার পুলিশ জানায়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...