আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

চন্দনাইশে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন

প্রতিনিধি, চন্দনাইশ (চট্টগ্রাম)
চন্দনাইশে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চন্দনাইশ উপজেলা কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি মো. শফিউল আলম মুহাম্মদ কমরুদ্দীন শিকদারকে সভাপতি এবং মাস্টার মো. আব্দুল খালেক কে সেক্রেটারি করে উপজেলা কমিটি ঘোষণা করা হয়েছে।

শুক্রবার বিকালে সংগঠনের উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনে এ কমিটি গঠন করা হয়।

বিজ্ঞাপন

উপজেলা সভাপতি এ এম আহসান উদ্দিন পারভেজের সভাপতিত্বে গাছবাড়িয়া কমর আলী শিকদার মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত সম্মেলনে উপজেলা সেক্রেটারি মাস্টার আব্দুল খালেকের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগরী সভাপতি এস এম লুৎফর রহমান।

এতে আরো উপস্থিত ছিলেন, সংগঠনের চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি মাওলানা নুরুল হোসাইন, সহ-সভাপতি সুফিউল আলম, সাধারণ সম্পাদক মাওলানা মুক্তার হোসাইন সিকদার, সহ-সাধারণ সম্পাদক এডভোকেট আরিফুল ইসলাম আরিফ, চট্টগ্রাম দক্ষিণ জেলা উপদেষ্টা মাওলানা আইয়ুব আলী, চন্দনাইশ উপজেলা প্রধান উপদেষ্টা মাওলানা মুহাম্মদ কুতুব উদ্দিন, চন্দনাইশ পৌরসভা উপদেষ্টা কাজী মাওলানা কুতুব উদ্দিন, বিশিষ্ট চক্ষুরোগ বিশেষজ্ঞ ও সার্জন ডা. শাহাদাৎ হোসেন, অধ্যাপক আজম খান, সাবেক ছাত্রনেতা জয়নাল আবেদীন ও সহ-সভাপতি কমর উদ্দিন শিকদার প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন