আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বাঁশখালীতে মনোনয়নবঞ্চিত লিয়াকত সমর্থকদের মশাল মিছিল

উপজেলা প্রতিনিধি, বাঁশখালী (চট্টগ্রাম)

বাঁশখালীতে মনোনয়নবঞ্চিত লিয়াকত সমর্থকদের মশাল মিছিল

বাঁশখালীতে বিএনপির ঘোষিত মনোনয়ন প্রত্যাখান করে কারানির্যাতিত নেতা ও মনোনয়নবঞ্চিত লিয়াকত আলীর পক্ষে মশাল মিছিল করেছেন তার সমর্থকরা।

শনিবার রাত ৭টার দিকে উপজেলা সদরের প্রধান সড়কে এ মশাল মিছিল বের করা হয়। পৌরসভা বিএনপি ও অঙ্গসংগঠন এ মিছিলের আয়োজন করে। এদিকে একই দাবিতে কাথারিয়া, ছনুয়া, গন্ডামারাসহ বিভিন্ন ইউনিয়নেও বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে লিয়াকত আলীর সমর্থকরা।

বিজ্ঞাপন

বিএনপি নেতাকর্মীদের দাবি বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকার লিয়াকত আলীকে তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে অসংখ্য মিথ্যা মামলা দিয়ে কারাগারে আটকে রেখেছিল। তিনি প্রতিটি আন্দোলন সংগ্রামে ঝুঁকির মুখে পড়ে নেতাকর্মীদের পাশে থেকে হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, অথচ তাকে মনোনয়ন না দিয়ে, আন্দোলন সংগ্রামে যারা অনায়াসে রাত-যাপন করেছিল তাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে। এ মনোনয়ন অবিলম্বে প্রত্যাহার করে মনোনয়ন পুনর্বিবেচনার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দেশনায়ক তারেক রহমানের প্রতি আহ্বান জানান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন