ছাত্রদল সাধারণ সম্পাদকের অভিযোগ

কুমিল্লায় মাফিয়াতন্ত্র কায়েম করেছেন আসিফ মাহমুদ

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫, ১৫: ২০
আপডেট : ০৪ আগস্ট ২০২৫, ১৮: ২৪

অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ কুমিল্লায় মাফিয়াতন্ত্র কায়েম করেছেন বলে মন্তব্য করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাসির।

সোমবার দুপুরে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে মুরাদনগর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিনকে দেখার পর সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন

নাছির উদ্দিন বলেন, ‘গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, তার সঙ্গে মুরাদনগরের পরিস্থিতি কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়। উপদেষ্টা আসিফ মাহমুদ মুরাদনগরে মাফিয়াতন্ত্র কায়েম করেছেন এবং তার পছন্দ অনুযায়ী সবকিছু পরিচালনা করছেন।’

তিনি আরও বলেন, মুরাদনগরসহ বিভিন্ন অঙ্গসংগঠনের ১৩ জন নেতাকর্মীকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে আটকে রাখা হয়েছে।

আসিফ মাহমুদকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনার এই মাফিয়াতন্ত্রের রাজনীতি কুমিল্লার মানুষ মেনে নেবে না। মুরাদনগরের রাজনৈতিক ঐতিহ্য খুব প্রসিদ্ধ। এখানে আসিফ মাহমুদ যে মাফিয়াতন্ত্র শুরু করেছেন, তার ফল তাকে ভোগ করতেই হবে।’

ছাত্রদলের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘যাদের গণঅভ্যুত্থানের আগে জেল হয়েছিল, তারা এখনো জেলে আছেন। মুরাদনগরে ইতিবাচক রাজনীতির পরিবর্তে একজন উপদেষ্টা মাফিয়াতন্ত্র কায়েম করেছেন।’

তিনি অভিযোগ করেন, নাজিম উদ্দিনের গ্রেপ্তারের খবর শুনে তার মা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান এবং তাকে প্যারোলে মুক্তি দিতেও টালবাহানা করা হয়েছে।

উপদেষ্টা আসিফ মাহমুদ শেখ হাসিনার মতো মাফিয়াতন্ত্র কায়েম করেছেন- অভিযোগ করে এর তীব্র নিন্দা জানান ছাত্রদল সাধারণ সম্পাদক। একই সঙ্গে গ্রেপ্তার ১৩ নেতাকর্মীর দ্রুত মুক্তি দাবি করেন তিনি।

প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে নাসির বলেন, ‘আসিফ মাহমুদকে আপনার সরকারে রাখলে সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত