আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

দালালের খপ্পরে রাশিয়ায় যুদ্ধে গিয়ে প্রাণ হারালেন ব্রাহ্মণবাড়িয়ার যুবক

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

দালালের খপ্পরে রাশিয়ায় যুদ্ধে গিয়ে প্রাণ হারালেন ব্রাহ্মণবাড়িয়ার যুবক

দালালের খপ্পরে পড়ে রুশ বাহিনীর হয়ে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধে অংশ নিয়ে প্রাণ হারিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার এক যুবক। নিহত মোহাম্মদ আকরাম হোসেন (২৫) আশুগঞ্জ উপজেলার লালপুর ইউনিয়নের হোসেনপুর গ্রামের মোরশেদ মিয়ার ছেলে। শুক্রবার (১৮ এপ্রিল) তার এক সহযোদ্ধার ফোন থেকে মৃত্যুর খবর পরিবারকে নিশ্চিত করা হয়।

বিজ্ঞাপন

জানা যায়, মোরশেদ মিয়ার পাঁচ ছেলে-মেয়ের সংসার। তাদের মধ্যে তিন ছেলে ও দুই মেয়ে। সবার বড় আকরাম। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় দিনমজুরির কাজ করতেন। এ অবস্থায় ওয়েল্ডারের কাজ শিখে সংসারে সচ্ছলতা এনে দিতে ও নিজের ভবিষ্যতের আশায় রাশিয়ায় পাড়ি জমিয়েছিলেন তিনি। নয়মাস আগে এখানে আসার ছয়মাস একটি চায়না কোম্পানিতে ওয়েল্ডার ছিলেন আকরাম। বেতন খুব বেশি না পেলেও তার উপার্জনে পরিবার স্বস্তির নিশ্বাস ফেলতে শুরু করে। ফলে মোরশেদ মিয়ার অসচ্ছল পরিবারটি সচ্ছলতার স্বপ্ন বুনতে থাকে। কিন্তু বিগত আড়াই মাস আগে আকরাম দালালের প্রলোভনে পড়ে রুশ সেনাবাহিনীতে চুক্তিভিত্তিক যোদ্ধা হিসেবে যুক্ত হয়ে অংশ নেন যুদ্ধে। রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়ার ছবিও নিজের ফেসবুকে আপলোড করেছিলেন তিনি। কিন্তু ইউক্রেনের মিসাইল হামলায় ছিন্নভিন্ন হয়ে যায় তার স্বপ্নের যাত্রা।

আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফে মোহাম্মদ ছড়া বলেন, রাশিয়া- ইউক্রেন যুদ্ধে আশুগঞ্জের যুবকের মৃত্যুর বিষয়টি অবগত হয়েছি। মরদেহ ফিরিয়ে আনতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করা হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...