সেবা মিলছে না ২০০০ টাকা ভিজিট ছাড়া

‎উপজেলা প্রতিনিধি, (রায়পুর) লক্ষ্মীপুর
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৯: ২৭

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মোফাজ্জল হোসেনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের একাধিক অভিযোগ উঠেছে। খামারিদের দাবি, তিনি ২,০০০ টাকা ভিজিট ছাড়া চিকিৎসা সেবা দিচ্ছেন না।

অভিযোগ সূত্রে জানা যায়, রোববার সকালে সরকারি অফিস চলাকালে তিনি রায়পুর হলরোডের ‘ভেট ডক্টর্স কর্নার’-এ ব্যক্তিগত চেম্বারে বসে একটি কোম্পানির একটি নতুন ক্যালসিয়াম প্রোডাক্ট উদ্বোধন করেন।

বিজ্ঞাপন

এসময় কয়েকজন ভেটেরিনারি কোম্পানির প্রতিনিধি উপস্থিত ছিলেন। ঘটনাটি জানাজানি হলে ক্ষোভ প্রকাশ করেন সেবা প্রার্থীরা।

খামারিদের অভিযোগ, বাড়িতে চিকিৎসা দিতে গেলে তিনি ২,০০০ টাকা ভিজিট দাবি করেন। টাকা না দিলে সেবা দেন না। আবার হাসপাতালে গেলে নির্দিষ্ট কোম্পানির ওষুধ লিখে দেন। এছাড়া অফিসে নেশাজাতীয় দ্রব্য সেবন ও কোম্পানির প্রতিনিধিদের হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

অফিস সূত্রে জানা যায়, গত বছর (২০২৩) নভেম্বরে এসিআই ভেটেরিনারি কোম্পানির মার্কেটিং অফিসার মুরাদ হোসেন তার অন্যায় চাপে পড়ে চাকরি হারানোর উপক্রম হন। পরে প্রকাশ্যে ক্ষমা চাইতে বাধ্য হলেও এলাকা ছেড়ে অন্যত্র চাকরি নিতে হয় তাকে।

এ বিষয়ে প্রশ্ন করা হলে ডা. মোফাজ্জল সাংবাদিকের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমি একজন সার্জন লেভেলের ডাক্তার। চিকিৎসা নিতে চাইলে খামারিকে অবশ্যই ২,০০০ টাকা ভিজিট দিতে হবে। আর কোম্পানির প্রতিনিধিদের ধমকানো আমার এখতিয়ার।’

রায়পুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আতাউর রহমান বলেন, ‘ডা. মোফাজ্জল একটি প্রকল্পের আওতায় কাজ করছেন। প্রকল্পের মেয়াদ শেষ হলেও পুনরায় বাড়তে পারে। অভিযোগগুলো খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান খান বলেন, ‘অফিস চলাকালে ব্যক্তিগত চেম্বারে কোম্পানির প্রোডাক্ট উদ্বোধনের কোনো নিয়ম নেই। প্রাণিসম্পদ দপ্তর ব্যবস্থা না নিলে প্রশাসন থেকে ব্যবস্থা নেওয়া হবে।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত