কুমিল্লার দাউদকান্দিতে ত্রিমুখী সংঘর্ষে এক রিকশাচালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।
শনিবার বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির শহীদনগর এমএ জলিল উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম রওশন মিয়া। ৬৫ বছর বয়সী রোশন উপজেলার সরকাপুর গ্রামের বাসিন্দা। তবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
দাউদকান্দি হাইওয়ে থানার এসআই ফারুক ইসলাম জানান, এমএ জলিল উচ্চ বিদ্যালয়ের সামনে কাভার্ডভ্যান-মাইক্রোবাস ও ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রোশন মারা যান। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি তিনটি থানা হেফাজতে নেয়া হয়েছে।

