ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার সাবেক কাউন্সিলর ও পৌরসভার ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসীন মন্টুকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার ২৯ সেপ্টেম্বর রাতে পৌরসভার টানপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আখাউড়া থানার এসআই জয়নাল আবেদীন এই তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ৯টার দিকে আখাউড়া পৌরসভার টানপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মহসীন মন্টু পৌরসভার ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও তিনি জানান।
স্থানীয় সূত্রে জানা গেছে, মহসীন মন্টু একজন শীর্ষ মাদক কারবারি। পতিত সরকারের আমলে এই মহসীন মন্টু দলের প্রভাব খাটিয়ে নির্বিঘ্নে মাদকের কারবার করে হয়েছেন কোটি কোটি টাকার মালিক।

