আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মিরসরাইয়ে তিন প্রার্থীর মনোনয়ন বাতিল, সাতজনের বৈধ

উপজেলা প্রতিনিধি, মিরসরাই (চট্টগ্রাম)

মিরসরাইয়ে তিন প্রার্থীর মনোনয়ন বাতিল, সাতজনের বৈধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে মনোনয়নপত্র জমা দেওয়া ১০ জন প্রার্থীর মধ্যে যাচাই-বাছাইয়ে তিনজনের মনোনয়ন বাতিল করা হয়েছে। শুক্রবার প্রার্থিতা যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে।

যাচাই-বাছইয়ে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ছাইফুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফেরদৌস আহমদ চৌধুরী, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ মনোনীত প্রার্থী রেজাউল করিম, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী সৈয়দ শাহাদাৎ হোসেন, মুসলিম লীগ প্রার্থী শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, জাসদ (আসম আ. রব) মনোনীত প্রার্থী এ কে এম আবু ইউসুফের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

দলীয় মনোনয়ন না থাকায় উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল করা হয়েছে। স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট আশরাফ সিদ্দিকীর ১% ভোটারের স্বাক্ষরসংক্রান্ত তথ্য মিথ্যা প্রমাণিত হওয়ায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে। এছাড়া তথ্য ও নথিগত ঘাটতি থাকায় জাতীয় পার্টির পক্ষে দাখিলকৃত এরশাদ উল্লার মনোনয়ন বাতিল করা হয়েছে।

মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার সোমাইয়া আক্তার বলেন, শুক্রবার যাচাইয়ে ১০ জনের মধ্যে সাতজনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। প্রয়োজনীয় ডকুমেন্টস না থাকায় তিন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।

তিনি আরো বলেন, মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা আগামী চার কার্যদিবসের মধ্যে আপিল করতে পারবেন।

এসআই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন