বন্দুক ঠেকিয়ে এতিমখানার ২৫ লাখ টাকার গরু লুট

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ১৪: ২২
আপডেট : ০৮ নভেম্বর ২০২৫, ১৪: ২৩

কুমিল্লার লাকসাম উপজেলায় বন্দুক ঠেকিয়ে একটি এতিমখানার ২৫ লাখ টাকার ১২টি গরু লুট করে নিয়েছে দুর্বৃত্তরা। তিন মাসে দুই দফায় সংঘটিত এ ঘটনায় প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী ও কেয়ারটেকারসহ আটজন আহত হয়েছেন। এ ঘটনা ঘটেছে উপজেলার আজগরা ইউনিয়নের বড়বাম আল-জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম মাদরাসা ও এতিমখানার গরুর খামারে।

বিজ্ঞাপন

রোববার (১ নভেম্বর) ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে জানা যায়, এতিমখানার নিজস্ব গরুর খামার থেকেই প্রতিষ্ঠানের দৈনন্দিন খরচ চালানো হতো। টানা দুই দফা ডাকাতির পর এখন শিক্ষক ও ছাত্রদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। খামারের বড় গরুগুলো লুট হয়ে যাওয়ায় উৎপাদন প্রায় বন্ধ হয়ে গেছে।

এলাকাবাসী দ্রুত গরু উদ্ধারের পাশাপাশি ডাকাতচক্রের মূল হোতাদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

মাদরাসার শিক্ষক ইমরান হোসাইন বলেন, গত শুক্রবার ভোরে ১০-১২ জন ডাকাত দুইটি পিকআপ নিয়ে আসে। তারা অস্ত্রের মুখে শিক্ষক ও ছাত্রদের জিম্মি করে মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং কেয়ারটেকার উৎসব হোসাইনকে বেঁধে খামার থেকে ৫টি গরু নিয়ে যায়। আমাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে ডাকাতরা পালিয়ে যায়।

মাদরাসার প্রতিষ্ঠাতা শরীফুল আলম খন্দকার জানান, তিন মাস আগে একই খামার থেকে আরও ৭টি গরু লুট হয়েছিল। এই খামারের আয়ে এতিমখানার খরচ চলত। এখন সব বন্ধ হয়ে গেছে।

লাকসাম থানার অফিসার ইনচার্জ নাজনীন সুলতানা বলেন, গরু উদ্ধারে ও ডাকাতদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় মাদরাসা শিক্ষক ইমরান হোসাইন বাদী হয়ে থানায় মামলা করেছেন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত