চাঁদপুরের হাজীগঞ্জে অজ্ঞাত গাড়ি চাপায় মো. রিহান খাঁন নামের দশ বছর বয়সী এক শিশুর হাত বিচ্ছিন্ন হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) বিকালে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার সদর ইউনিয়নের কৈয়ারপুল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। শিশুটি চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের বহরিয়া গ্রামের হোসেন খাঁনের ছেলে।
জানা গেছে, এদিন শিশুটি তার দাদি মমিনা খাতুনের সাথে সিএনজিচালিত একটি স্কুটারযোগে চাঁদপুর থেকে হাজীগঞ্জের দিকে আসছিলেন। পথে কৈয়ারপুল এলাকায় অজ্ঞাত গাড়ি চাপায় শিশুটির বাম হাত বিচ্ছিন্ন হয়ে সড়কে পড়ে যায়। তাৎক্ষণিক বিচ্ছিন্ন হাতের দিকে না তাকিয়ে দাদী শিশুটিকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে হাজীগঞ্জ থানা পুলিশ কৈয়ারপুল এলাকা থেকে শিশুটির বিচ্ছিন্ন হাত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান বলেন, শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে জাতীয় অর্থপেডিক হাসপাতালে রেফার করা হয়েছে। যাতে করে তার বিচ্ছিন্ন হাতটি জোড়া দেওয়ার সুযোগ তৈরি হয়। এসময় তিনি শিশুটি আশঙ্কামুক্ত বলে জানান।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক জানান, বিচ্ছিন্ন হাত উদ্ধারের খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তথ্য নেই। পরে ঘটনাস্থল থেকে হাতটি উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দেওয়া হয়। তিনি বলেন, শিশুটির পরিবারের সিদ্ধান্তমতে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

