আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

চরম উৎকণ্ঠায় পরিবার

দাগনভূঞায় নিখোঁজের ১১ দিনেও সন্ধান নেই শিশুর

উপজেলা প্রতিনিধি, দাগনভূঞা (ফেনী)

দাগনভূঞায় নিখোঁজের ১১ দিনেও সন্ধান নেই শিশুর
ছবি: আমার দেশ

ফেনীর দাগনভূঞায় নিখোঁজের ১১ দিন পেরিয়ে গেলেও এখনো সন্ধান মেলেনি চার বছরের শিশু আজিমুল ইসলাম আরাফের। শিশুটিকে ফিরে না পেয়ে চরম উৎকণ্ঠা ও গভীর দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন তার বাবা-মা ও স্বজনেরা।

নিখোঁজ শিশু আরাফ দাগনভূঞা উপজেলার করমুল্যাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিবি আয়েশা ও নেসলে মার্কেটিং অফিসার গাজী মোহাম্মদ কাউসার দম্পতির ছোট সন্তান।

বিজ্ঞাপন

পারিবারিক সূত্রে জানা যায়, গত ৪ জানুয়ারি সকাল সাড়ে ১০টার দিকে দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের মুন্সিবাড়ী এলাকায় বিদ্যালয় প্রাঙ্গণে খেলাধুলা করছিল শিশু আরাফ। কিছু পরে তাকে আর সেখানে পাওয়া যায়নি। এরপর থেকেই সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করা হলেও আজ পর্যন্ত তার সন্ধান মেলেনি।

শিশুটির বাবা গাজী মোহাম্মদ কাউসার বলেন, ঘটনার দিন আরাফ তার মায়ের সঙ্গে স্কুলে গিয়েছিল। সে সময় তার মা বিদ্যালয়ের বই বিতরণসহ প্রশাসনিক কাজে ব্যস্ত ছিলেন। একপর্যায়ে সবার অগোচরে চলে গেলে আরাফ নিখোঁজ হয়। সন্তানকে না পেয়ে পরিবারটি চরম মানসিক যন্ত্রণায় দিন কাটাচ্ছে।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সাইফুল ইসলাম জানান, নিখোঁজস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ যাচাইসহ আত্মীয়স্বজন ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে শিশুটিকে উদ্ধারে সর্বোচ্চ তৎপরতা চালানো হচ্ছে।

এসআই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন