আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নবীনগরে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে জনসমাবেশ

উপজেলা প্রতিনিধি, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)

নবীনগরে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে জনসমাবেশ

ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বিএনপির ৩১ দফার কর্মসূচি বাস্তবায়ন ও আগামী এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

সভায় প্রধান অতিথি ছিলেন এ আসনের বিএনপি প্রার্থী অ্যাডভোকেট আবদুল মান্নান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ধানের শীষের বিজয় নিশ্চিত করতে বিএনপির সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমার যে সকল ভাইয়েরা মনোনয়ন বঞ্চিত হয়েছেন, আপনাদের প্রতি আহবান জানাচ্ছি আসুন মান অভিমান ভুলে আমরা মিলেমিশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ধানের শীষের বিজয় নিশ্চিত করতে একসাথে কাজ করি।

পৌর বিএনপির সভাপতি ওবায়দুল হক লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য মাসুদুর রহমান, নবীনগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, দেলোয়ার হোসেন সোহেল প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন