শানে রেসালাত সম্মেলনে হেফাজত আমির

জামায়াত যেন ভোট নিয়ে কুফরি প্রতিষ্ঠা করতে না পারে

উপজেলা প্রতিনিধি, হাটহাজারী (চট্টগ্রাম)
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ০৫: ২৮
আপডেট : ০৫ অক্টোবর ২০২৫, ০৯: ০০
ফাইল ছবি

আবারও জামায়াতে ইসলামীর সমালোচনা করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। তিনি বলেন, সামনের নির্বাচনে যেন তারা ভোট নিয়ে এদেশে কুফরি প্রতিষ্ঠা করতে না পারে, সেদিকে সবাই সজাগ দৃষ্টি রাখবেন।

গত শুক্রবার রাতে হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আন্তর্জাতিক শানে রেসালাত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে হেফাজত আমির এ কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, জামায়াতের এক নেতা লন্ডনে বলেছেন, আমাদের ইসলাম মৌলবাদী ইসলাম নয়; আমাদের ইসলাম আর তাদের ইসলাম এক নয়। এ সময় তিনি সবাইকে দ্বীনের সঠিক আকিদা প্রচারের অনুরোধ করেন।

শানে রেসালাত সম্মেলনে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম বাংলাদেশ হাটহাজারী উপজেলা শাখার সভাপতি মুফতি মুহাম্মদ আলী কাসেমী। উপজেলা সেক্রেটারি মাওলানা এমরান সিকদার, মাওলানা আব্দুল্লাহ, মোরশেদ আলম ও মাওলানা হাসান মুরাদের সঞ্চালনায় এতে বক্তব্য দেন হেফাজতের সিনিয়র নায়েবে আমির ও হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা মুফতি খলিল আহমদ কাসেমী, মাওলানা সালাহউদ্দিন নানুপুরী, মাওলানা আবু তাহের নদভী, মুফতি হাবিবুর রহমান কাসেমী, মাওলানা শোয়াইব জমিরী, মুফতি কিফায়াতুল্লাহ, মুফতি মাহমুদ হাসান, মাওলানা জুনাইদ আল হাবিব, মাওলানা মীর কাসেম প্রমুখ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত