জেলা প্রতিনিধি, নোয়াখালী
নোয়াখালীর বেগমগঞ্জে যুবদল কর্মীকে গুলি করে আহত করার প্রতিবাদে যুবলীগ নেতার বাড়িতে হামলা ও আগুন দেয়ার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিটন দেওয়ান রোববার রাত ৯টার সময় আমার দেশকে জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি।
স্থানীয়রা বলেছেন, গুলির আওয়াজ শুনেছে। আহতদের জখমের নমুনায় বুঝা যাচ্ছে গুলি, কিন্তু হাসপাতালের নথিতে ‘অ্যাসল্ট’ লেখা হয়েছে। তবে রিপোর্ট আসলে বুঝা যাবে মূলত বিষয়টি কি। এ ঘটনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ঘরের মালিক শাকিলের মা রাতে বেগমগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।
এর আগে শুক্রবার রাত পৌনে ৮টার দিকে উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নে ৮ নম্বর ওয়ার্ডের মোশকপুর গ্রামে আগুন লাগানোর ঘটনা ঘটে।
একই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে যুবলীগ নেতা শাকিলের হামলায় যুবদলের তিন নেতাকর্মী গুরুতর আহত হয়। ঘটনার পর থেকে যুবলীগ নেতা শাকিল (২৭) গা ঢাকা দেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে স্থানীয় যুবদল কর্মী নাজমুল হাসান মিহির ও তার ভাই মাহিদুলসহ কয়েকজনের সাথে যুবলীগ নেতা শাকিলের বাড়ির কাছে তাদের কথা কাটাকাটি বাগ্বিতণ্ডা ঘটনা ঘটে। পরবর্তীতে দুই পক্ষের মধ্যে মারামারি ঘটনা ঘটে। এ সময় যুবলীগ নেতা শাকিল গুলি করলে যুবদল কর্মী নাজমুল হাসান মিহির গুলিবিদ্ধ হয় এবং মাহিদুলসহ আরো দু’জন আহত হয়।
স্থানীয়রা জানায়, যুবদল কর্মীকে গুলি করে আহত করার ঘটনাকে কেন্দ্র করে রাত পৌনে ৮টার দিকে যুবদল নেতা নাজমুল হাসান মিহিরের অনুসারী মো. রুবেল (৩০), মো. রায়হান (২৮), মো. রাশেদ (২০), সালাম (২৬) সহ ১০/১২ জন শাকিলের বাড়িতে গিয়ে তার বসতঘরে শাকিলকে খোঁজাখুঁজি করে। সেখানে যুবলীগ নেতা শাকিলকে না পেয়ে বসতঘরে আগুন ধরিয়ে দেয়।
স্থানীয় লোকজন আগুন দেখে চৌমুহনী ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেয়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসার আগেই বসতঘর আগুনে পুড়ে যায়।
এ বিষয়ে জানতে আহত যুবদল নেতা নাজমুল হাসান মিহির ও মাহিদুলের মুঠোফোনে কল দেয়া হলেও সংযোগ পাওয়া যায়নি। তাই এ বিষয়ে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ ঘটনায় বেগমগঞ্জ উপজেলা বিএনপি'র যুগ্ম-আহ্বায়ক মীরজুমলা মিঠু চেয়ারম্যান শনিবার রাত সোয়া নয়টার সময় আমার দেশকে জানান, যুবলীগ সন্ত্রাসী শাকিল গুলি করে মিহিরকে। মিহির গুলিবিদ্ধ হয়ে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গুলির ঘটনার পর শাকিল এর বাড়িতে হামলা হয়েছে।
এই ঘটনায় নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. রাজিব আহমেদ চৌধুরীর নিকট শনিবার রাত সাড়ে নয়টার সময় জানতে চাইলে তিনি জানান, ছুটিতে আছেন, আগামীকাল সকালে হাসপাতালে গিয়ে খবর জানাবেন।
নোয়াখালীর বেগমগঞ্জে যুবদল কর্মীকে গুলি করে আহত করার প্রতিবাদে যুবলীগ নেতার বাড়িতে হামলা ও আগুন দেয়ার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিটন দেওয়ান রোববার রাত ৯টার সময় আমার দেশকে জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি।
স্থানীয়রা বলেছেন, গুলির আওয়াজ শুনেছে। আহতদের জখমের নমুনায় বুঝা যাচ্ছে গুলি, কিন্তু হাসপাতালের নথিতে ‘অ্যাসল্ট’ লেখা হয়েছে। তবে রিপোর্ট আসলে বুঝা যাবে মূলত বিষয়টি কি। এ ঘটনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ঘরের মালিক শাকিলের মা রাতে বেগমগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।
এর আগে শুক্রবার রাত পৌনে ৮টার দিকে উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নে ৮ নম্বর ওয়ার্ডের মোশকপুর গ্রামে আগুন লাগানোর ঘটনা ঘটে।
একই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে যুবলীগ নেতা শাকিলের হামলায় যুবদলের তিন নেতাকর্মী গুরুতর আহত হয়। ঘটনার পর থেকে যুবলীগ নেতা শাকিল (২৭) গা ঢাকা দেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে স্থানীয় যুবদল কর্মী নাজমুল হাসান মিহির ও তার ভাই মাহিদুলসহ কয়েকজনের সাথে যুবলীগ নেতা শাকিলের বাড়ির কাছে তাদের কথা কাটাকাটি বাগ্বিতণ্ডা ঘটনা ঘটে। পরবর্তীতে দুই পক্ষের মধ্যে মারামারি ঘটনা ঘটে। এ সময় যুবলীগ নেতা শাকিল গুলি করলে যুবদল কর্মী নাজমুল হাসান মিহির গুলিবিদ্ধ হয় এবং মাহিদুলসহ আরো দু’জন আহত হয়।
স্থানীয়রা জানায়, যুবদল কর্মীকে গুলি করে আহত করার ঘটনাকে কেন্দ্র করে রাত পৌনে ৮টার দিকে যুবদল নেতা নাজমুল হাসান মিহিরের অনুসারী মো. রুবেল (৩০), মো. রায়হান (২৮), মো. রাশেদ (২০), সালাম (২৬) সহ ১০/১২ জন শাকিলের বাড়িতে গিয়ে তার বসতঘরে শাকিলকে খোঁজাখুঁজি করে। সেখানে যুবলীগ নেতা শাকিলকে না পেয়ে বসতঘরে আগুন ধরিয়ে দেয়।
স্থানীয় লোকজন আগুন দেখে চৌমুহনী ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেয়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসার আগেই বসতঘর আগুনে পুড়ে যায়।
এ বিষয়ে জানতে আহত যুবদল নেতা নাজমুল হাসান মিহির ও মাহিদুলের মুঠোফোনে কল দেয়া হলেও সংযোগ পাওয়া যায়নি। তাই এ বিষয়ে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ ঘটনায় বেগমগঞ্জ উপজেলা বিএনপি'র যুগ্ম-আহ্বায়ক মীরজুমলা মিঠু চেয়ারম্যান শনিবার রাত সোয়া নয়টার সময় আমার দেশকে জানান, যুবলীগ সন্ত্রাসী শাকিল গুলি করে মিহিরকে। মিহির গুলিবিদ্ধ হয়ে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গুলির ঘটনার পর শাকিল এর বাড়িতে হামলা হয়েছে।
এই ঘটনায় নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. রাজিব আহমেদ চৌধুরীর নিকট শনিবার রাত সাড়ে নয়টার সময় জানতে চাইলে তিনি জানান, ছুটিতে আছেন, আগামীকাল সকালে হাসপাতালে গিয়ে খবর জানাবেন।
ময়মনসিংহের গৌরীপুরে জহিরুল ইসলাম মিঠু হত্যা মামলায় পলাতক দুই ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
৩২ মিনিট আগেপরিবারের পক্ষ থেকে জানা গেছে, ১১ বছর বয়সে ১৯৩৫ সালে শামসুদ্দিন ব্রিটিশ-ইন্ডিয়ান আর্মিতে যোগ দিয়েছিলেন। তার সৈনিক নম্বর ছিল ৬৪১৪৬০। ১৯৩৯ থেকে শুরু করে ১৯৪৫ সাল পর্যন্ত পুরো ছয় বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের ময়দানে ছিলেন এ যোদ্ধা।
৩৯ মিনিট আগেচট্টগ্রামের হাটহাজারী থানার ভেতরে পুলিশের ওপর চড়াও হয়েছেন ইসলামী ছাত্রশিবিরের এক সাবেক নেতা। ঘটনার পর তাকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। আটক মো. রায়হান হাটহাজারি কলেজ শিবিরের সাবেক সভাপতি।
১ ঘণ্টা আগেসাগরে বাংলাদেশের জলসীমায় ভারতীয় জেলেরা ইলিশ মাছ ধরতে আসে তা জানার পরই সাথে সাথে কোস্টগার্ডকে নির্দেশ দেওয়া হয়েছে ব্যবস্থা নেওয়ার জন্য এবং ইতোমধ্যে ব্যবস্থা নেয়া হয়েছে। আমরা চাই দেশের মানুষ ইলিশ খাবে সাগরে যেন কেউ চুরি করে মাছ ধরতে না পারে সেজন্য সরকার ব্যবস্থা নিয়েছে।
১ ঘণ্টা আগে