জেলা প্রতিনিধি, নোয়াখালী
নিখোঁজের দু’দিন পর নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে আব্দুর রহীম ভান্ডারী (৬০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চৌমুহনী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পল্লী বিদ্যুৎ সমিতি সংলগ্ন একটি অফিস থেকে এ লাশ উদ্ধার করা হয়।
নিহত আব্দুর রহিম ভান্ডারী উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের এমদাদ আলী মুহুরী বাড়ির মৃত তোফায়েল আহমদের ছেলে। তিনি পেশায় পল্লী বিদ্যুতের কন্ট্রাক্টর ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রহীম ভান্ডারী গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিলেন। শনিবার বিকেল ৩টার দিকে চৌমুহনী পৌরসভার ১নম্বর ওয়ার্ডের পল্লী বিদ্যুৎ সমিতি সংলগ্ন তার ব্যক্তিগত অফিসের পাশের একজন দোকানদার ওই অফিস থেকে ভারী কিছু পড়ার আওয়াজ শুনতে পান।
তাৎক্ষণিক তিনি অফিসের স্যাটার খুলে দেখেন রহীম ভান্ডারী গলায় গামছা পেঁচানো রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ, পিবিআই ও র্যাব সদস্যরা। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির একটি দল ঘটনাস্থল পরিদর্শন করবে। তাদের ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ উদ্ধার করে থানায় নেয়া হবে।
এ ঘটনায় বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিটন দেওয়ান রাত সোয়া নয়টার সময় আমার দেশকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে নিহতের মাথা থেকে রক্ত নির্গমন হচ্ছে। বেগমগঞ্জ থানা পুলিশ ও সিআইডি এখন ঘটনাস্থলে রয়েছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এ ঘটনায় নোয়াখালী পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল-ফারুক রাত সাড়ে নয়টার সময় আমার দেশকে জানান ঘটনাস্থলে পুলিশ ও সিআইডি রয়েছে। তবে ঘটনা যাই হোক না কেন, দু’দিন আগে অথবা পরে এর মূল ক্লু উদ্ঘাটিত হবে। বিগত সময়ে আমরা দু’একটি ঘটনা ছাড়া সকল অপরাধের ক্লু উদঘাটন করতে সক্ষম হয়েছি।
নিখোঁজের দু’দিন পর নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে আব্দুর রহীম ভান্ডারী (৬০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চৌমুহনী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পল্লী বিদ্যুৎ সমিতি সংলগ্ন একটি অফিস থেকে এ লাশ উদ্ধার করা হয়।
নিহত আব্দুর রহিম ভান্ডারী উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের এমদাদ আলী মুহুরী বাড়ির মৃত তোফায়েল আহমদের ছেলে। তিনি পেশায় পল্লী বিদ্যুতের কন্ট্রাক্টর ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রহীম ভান্ডারী গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিলেন। শনিবার বিকেল ৩টার দিকে চৌমুহনী পৌরসভার ১নম্বর ওয়ার্ডের পল্লী বিদ্যুৎ সমিতি সংলগ্ন তার ব্যক্তিগত অফিসের পাশের একজন দোকানদার ওই অফিস থেকে ভারী কিছু পড়ার আওয়াজ শুনতে পান।
তাৎক্ষণিক তিনি অফিসের স্যাটার খুলে দেখেন রহীম ভান্ডারী গলায় গামছা পেঁচানো রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ, পিবিআই ও র্যাব সদস্যরা। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির একটি দল ঘটনাস্থল পরিদর্শন করবে। তাদের ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ উদ্ধার করে থানায় নেয়া হবে।
এ ঘটনায় বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিটন দেওয়ান রাত সোয়া নয়টার সময় আমার দেশকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে নিহতের মাথা থেকে রক্ত নির্গমন হচ্ছে। বেগমগঞ্জ থানা পুলিশ ও সিআইডি এখন ঘটনাস্থলে রয়েছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এ ঘটনায় নোয়াখালী পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল-ফারুক রাত সাড়ে নয়টার সময় আমার দেশকে জানান ঘটনাস্থলে পুলিশ ও সিআইডি রয়েছে। তবে ঘটনা যাই হোক না কেন, দু’দিন আগে অথবা পরে এর মূল ক্লু উদ্ঘাটিত হবে। বিগত সময়ে আমরা দু’একটি ঘটনা ছাড়া সকল অপরাধের ক্লু উদঘাটন করতে সক্ষম হয়েছি।
মঙ্গলবার (২১অক্টোবর) জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় কমিটির সভাপতি কে,এম হারুন অর রশিদ ও সাধারন সম্পাদক মিয়া মোহাম্মদ রাজিবুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সভাপতি- সাধারন সম্পাদকসহ ৫৩ সদস্য বিশিষ্ট নির্বাহি কমিটি ঘোষনা দেন। ওই কিমিটির নির্বাহি সদস্য হিসেবে নূর আলমের নাম রয়েছে।
২৬ মিনিট আগেনিখোঁজ মুফতি মুহিবুল্লাহর ছেলে আব্দুল্লাহ জানান, তিনি জুমার নামাজে হিন্দু সম্প্রদায়ের সংগঠন ইসকন নিয়ে বয়ান করে ছিলেন। এরপর থেকে তাকে হুমকি দিয়ে বেশ কয়েকটি উড়ো চিঠি দেয়া হয়। এরপর থেকে তিনি বিষয়টি নিয়ে মসজিদ কমিটির সাথে কথা বলেন। একপর্যায়ে বুধবার সকাল থেকে তিনি নিখোঁজ হন।
১ ঘণ্টা আগেগাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালীতে নদী শাসন ও ভাঙনরোধ প্রকল্পের কাজে বাধার প্রতিবাদে মানববন্ধন করেছে গ্রামবাসী। বুধবার বিকেলে যমুনা নদীর তীর সংলগ্ন এলাকায় স্থানীয় নদীপাড়ের মানুষ এ মানববন্ধন করে।
১ ঘণ্টা আগেস্থানীয়রা জানান, আলমাস উপজেলার ৩ নম্বর চারিকাটা ইউনিয়নের নয়াখেল পূর্ব গ্রামের শরীফ উদ্দিনের ছেলে। জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) সুইরঘাট বিওপির চার বিজিবি সদস্য দুটি মোটরসাইকেলযোগে চোরাইপণ্যবাহী একটি পিকআপকে ধাওয়া করেন। এ সময় বিজিবির ছোড়া গুলিতে আলমাস গুলিবিদ্ধ হন।
২ ঘণ্টা আগে