মতলব উত্তরে পিকআপ খাদে পড়ে নিহত ১ আহত ৮

উপজেলা প্রতিনিধি, মতলব উত্তর (চাঁদপুর)
প্রকাশ : ০৫ মে ২০২৫, ১৫: ২০

চাঁদপুরের মতলব উত্তরে ভাটি রসুলপুর আল আকসা জামে মসজিদ সামনে যাত্রীবাহী পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১ যাত্রী নিহত হয়েছেন। সোমবার সকাল ৬টায় উপজেলার ভাটি রসুলপুর আল আকসা জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন ৮ জন।

বিজ্ঞাপন

নিহত আলা উদ্দিন (৫০) এর বাড়ি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায়। আহতরা হলেন, টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আবুল কাশেম (৪৫), একই উপজেলার আব্দুল কাইয়ুম (৪০), আশ্রাফুল (৩৫), সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মুজাহিদ (৪২) ফারুক (৪৫), আব্দুল আলীম (৫০), সাইফুল ( ৫০), টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার জাহাঙ্গীর (৫০)। আহতদের চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার মেলা থেকে গাউছিয়া মার্কেটের উদ্দেশ্যে পিকআপ ভ্যানে ১২ জন যাত্রী রওয়ানা দেয়। সোমবার সকালে ভাটি রসুলপুর আল আকসা জামে মসজিদ সামনে পিকআপটি আসার পর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হক জানান, মতলব উত্তরে পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। খবর পেয়ে উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেনকে ফোর্স নিয়ে ঘটনাস্থলে পাঠাই। একজনের মরদেহ চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে। আহতদের সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ইসলামী আন্দোলনের সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক

শুক্র-শনিবারও চলবে বিমানবন্দরের শুল্কায়ন কার্যক্রম

প্রধান উপদেষ্টার আদেশে জুলাই সনদের আইনি রূপ দিতে হবে

নভেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা শুরুর দাবিতে অবস্থান কর্মসূচি

আইআরআই’র সঙ্গে নির্বাচনের প্রক্রিয়া ও ইসির নিরপেক্ষতা নিয়ে আলোচনা এনসিপির

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত