সহস্রাধিক সনাতন ধর্মাবলম্বীর বিএনপিতে যোগদান

উপজেলা প্রতিনিধি, মতলব উত্তর (চাঁদপুর)
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫, ২২: ২১

চাঁদপুরের মতলব উত্তরে সহস্রাধিক সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ বিএনপিতে যোগদান করেছেন। পরে তাদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

শুক্রবার বিকেলে মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে হিজলাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মতবিনিময় সভা শেষে তারা আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

বিজ্ঞাপন

জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর–২ (মতলব উত্তর–দক্ষিণ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী তানভীর হুদা বলেছেন, আমরা বাংলাদেশের নাগরিক। সবার অধিকার সমান। বিচার পাওয়ার, মত প্রকাশের ও সম্মানের অধিকার সকলের জন্য নিশ্চিত করতে হবে।

সমাজ ও দেশ গড়ার লক্ষ্যে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। তাহলেই আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে পারব।

তিনি বলেন, গত ১৭ বছর আওয়ামী লীগ দেশটাকে খালি করে দিয়েছে। এখন সেই দেশকে নতুন করে গড়তে পরিকল্পনা দরকার, আর সেই পরিকল্পনা রয়েছে বিএনপির ৩১ দফায়।

তিনি আরও বলেন, বাংলাদেশে এখন প্রয়োজন ঐক্য ও শান্তির রাজনীতি। বিএনপি সেই ঐক্যের প্রতীক। সব ধর্মের মানুষই এই দেশের নাগরিক।

সনাতন ধর্মাবলম্বী নেতা নারায়ণ চন্দ্র মণ্ডলের সভাপতিত্বে ও শ্যামল চন্দ্র দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন, দূর্গাপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার সূত্রধর, চরকালিয়া দূর্গাপূজা মণ্ডপের সভাপতি সূদীর বিশ্বাস, উপজেলা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সাবেক সভাপতি বাবু জ্যোতিষ চন্দ্র কীর্তনিয়া প্রমুখ।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত