উখিয়ায় পৃথক স্থানে দুইজনের লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ১২: ০৮

কক্সবাজারের উখিয়ায় পৃথক দুটি স্থান থেকে এক রোহিঙ্গা যুবক ও এক বাংলাদেশি নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) বিকাল ও সন্ধ্যায় এ দুটি লাশ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রথম ঘটনাটি ঘটে উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের পূর্ব লেঙ্গুরবিল গ্রামে। বাড়ি ফেরার পথে সন্ত্রাসীদের হামলার শিকার হন মো. আলম (৩৮)। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মো. আলম ওই এলাকার মৃত মৎসব আলী ওরফে কালুর ছেলে।

অপরদিকে, ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ওয়েস্ট ই-ব্লকের বাসিন্দা জাহিদ আলম (২৫)-এর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই ক্যাম্পের আমান উল্লাহর ছেলে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

হলদিয়াপালং ইউনিয়নের বাসিন্দা জালাল জানান, আলম দোকান থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় হঠাৎ একদল দুর্বৃত্ত এসে তাকে কুপিয়ে ধানক্ষেতে ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জিয়াউল হক জানান, “আমরা দুটি ঘটনাতেই প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিচ্ছি। একটি হত্যাকাণ্ড এবং একটি রহস্যজনক মৃত্যু হিসেবে তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।”

এদিকে, দুটি মৃত্যুই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। পুলিশ জানিয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো কিছু নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত