ফরিদগঞ্জে সার বিতরণ করলো মার্কেন্টাইল ব্যাংক

উপজেলা প্রতিনিধি, ফরিদগঞ্জ (চাঁদপুর)
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১২: ১০

চাঁদপুরের ফরিদগঞ্জে কৃষকদের মাঝে মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোগ সার বিতরণ করা হয়েছে। গতকাল সকালে উপজেলার ১নং বালিথুবা পশ্চিম ইউনিয়নে আব্দুল হাকিম মেমোরিয়াল বালিকা উচ্চবিদ্যালয় মাঠে এসব সার বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন মার্কেন্টাইল ব্যাংকের পরিচালক এম এ হান্নানের পক্ষে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক আবু জাফর খছরু মোল্লা, মাসুদ ব্যাপারী, কৃষক দলের হারুন গাজী, রফিকুল ইসলাম কাঞ্চন মুন্সি ও মার্কেন্টাইল ব্যাংক, ফরিদগঞ্জ শাখার ব্যবস্থাপক মুরাদ হোসেন চৌধুরী।

অনুষ্ঠান পরিচালনা করেন মো. জাকির হোসেন মোল্লা।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে মার্কেন্টাইল ব্যাংক, ফরিদগঞ্জ শাখার ব্যবস্থাপক মুরাদ হোসেন চৌধুরী বলেন, আজ (শনিবার) ২২৫ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার বিতরণ করা হয়েছে। মার্কেন্টাইল ব্যাংক পিএলসির উদ্যোগে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার অংশ হিসেবে এই পদক্ষেপ নেয়া হয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত