ফরিদগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করলো এসইডিপি

উপজেলা প্রতিনিধি, ফরিদগঞ্জ (চাঁদপুর)
প্রকাশ : ২০ জুলাই ২০২৫, ১২: ০১

চাঁদপুরের ফরিদগঞ্জে পারফরম্যান্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস (এসইডিপি) স্কিমের আওতায় ২০২২-২৩ সালে পাস করা মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়েছে।

বিজ্ঞাপন

উপজেলা পরিষদ মিলনায়তনে শনিবার (১৯ জুলাই) বিকালে এক সংবর্ধনা অনুষ্ঠানে এসএসসি, এইচএসসি ও সমমানের মোট ১৯ জন মেধাবী শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।

‎মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের এসইডিপি স্কিমের পরিচালক প্রফেসর মো. তোফাজ্জেল হোসেনের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর ড. খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, তোমাদের এই সাফল্য শুধু পরিবার ও প্রতিষ্ঠানের জন্য নয়, সমগ্র জাতির জন্য। আমরা আশা করি তোমরা পরিপূর্ণভাবে শিক্ষা অর্জন করে দেশ ও জাতির সেবায় নিজেদের নিয়োজিত রাখবে। তাহলে তোমাদের এ কৃতিত্ব সার্থক হবে। কারণ, দেশ ও জাতির উন্নয়নে মেধাবীদের অবদান অপরিসীম।

ফরিদগঞ্জ উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা রাজিয়া, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ গাউছুল আজম পাটওয়ারী, গাজীপুর আহমাদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. গিয়াস উদ্দিন ও অভিভাবকদের পক্ষে মো. গোলাম মর্তুজা, মেধাবী শিক্ষার্থীদের পক্ষে মেহরিন নাজনিন।

এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় সূধীজনরা উপস্থিত ছিলেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত