দীর্ঘদিনের পারিবারিক ও সম্পত্তিগত বিরোধের জেরে কক্সবাজারে প্রথম শ্রেণির একজন ঠিকাদার ও বিএনপির এক নেতাকে ‘মিথ্যা’ অপহরণ মামলায় ফাঁসিয়ে দেয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত মোহাম্মদ শাহজাহান কক্সবাজার সদরের চৌফলদন্ডী ইউনিয়ন বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য।
সূত্রমতে, পুলিশও প্রাথমিক তদন্তে অপহরণ মামলাটি সাজানো বলেই মনে করছে। যদিও তারা এখন পর্যন্ত সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি।
কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নের পশ্চিম পাড়ার মৃত আশকর আলীর ছেলে বিএনপি নেতা শাহজাহানের অভিযোগ, কক্সবাজার শহরের ঝাউতলা এলাকায় এলপি গ্যাস সিলিন্ডারের ব্যবসায়ী মৃত সৈয়দ আহমদের ছেলে মো. সেলিম রেজা ও তার পরিবারের সাথে দীর্ঘদিন ধরে পারিবারিক ও সম্পত্তিগত বিরোধ লেগে আছে। এই বিরোধকে সেলিম রেজা ব্যবসায়িক ও ঠিকাদারি কাজেও নিয়ে গেছেন। কক্সবাজার শহরের কাছের ইউনিয়ন খুরুস্কুলে স্থাপিত বায়ূ বিদ্যুৎ প্রকল্পে ঠিকাদার হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন তিনি। বেশ কিছুদিন আগে ওই বিদ্যুৎ প্রকল্পের একটি সড়ক নির্মাণের জন্য মোহাম্মদ শাহজাহানের পাশাপাশি সেলিম রেজাও দরপত্র জমা দিয়েছিলেন। কিন্তু তিনি কাজটি না পাওয়ায় ঠিকাদার শাহজাহানের বিরুদ্ধে উঠে পড়ে লাগেন।
জানা গেছে, সেলিম রেজা ওরফে গ্যাস সেলিম ঠিকাদার শাহজাহানকে ফাঁসানোর জন্য নিজের স্ত্রী কামরুন্নেছা রুমিকে বাদী করে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে (আদালত- ৩) ‘মিথ্যা’ অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগ তুলে একটি মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য কক্সবাজার সদর মডেল থানা পুলিশকে দায়িত্ব দিয়েছে।
২০২৫ সালের ২৫ নভেম্বর মানবপাচার ধারায় মামলাটি দায়ের করা হয়। মামলাটিতে আসামি তালিকায় কেবল ঠিকাদার মোহাম্মদ শাহজাহানের নাম দেয়া হয়েছে। যদিও ৪/৫ জন অজ্ঞাত আসামির কথাও বলা আছে।
অপরদিকে ঠিকাদার শাহজাহানের অভিযোগ, ২০২৫ সালের ১৬ ডিসেম্বর সন্ধ্যায় কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নে নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করার অভিযোগে ১৭ ডিসেম্বর সহকারী উপ-পরিদর্শক (এএসআই) খোকন বড়ুয়া ৩৩ জন নেতাকর্মীকে আসামি করে সন্ত্রাস দমন আইনে একটি মামলা করেন। ওই মামলায় ‘আওয়ামী লীগের অর্থযোগানদাতা’ উল্লেখ করে বিএনপি নেতা মোহাম্মদ শাহজাহানকে ৩০ নম্বর আসামি করা হয়।
তার দাবি, শুধুমাত্র পারিবারিক বিরোধের কারণে সেলিম রেজাই এই মামলায় ঠিকাদার শাহজাহানকে আসামি করিয়েছেন।
মোহাম্মদ শাহজাহান জানান, তিনি সারাজীবন বিএনপির রাজনীতি করে এসেছেন। বর্তমানেও চৌফলদন্ডী ইউনিয়ন বিএনপির উপদেষ্টা পরিষদের একজন সদস্য। কখনো আওয়ামী লীগ কিংবা দলটির সহযোগী কোন সংগঠনকে একটি টাকাও চাঁদা দেননি। মূলতঃ সেলিম রেজাই আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছেন।
সূত্র বলছে, যখন বিএনপি নেতাকর্মীরা মুক্ত স্বাধীনভাবে রাজনীতি ও পারিবারিক জীবনযাপন করছেন তখন পারিবারিক বিরোধের জের ধরে মোহাম্মদ শাহাজাহান ‘মিথ্যা’ মামলায় আসামি হয়ে পালিয়ে বেড়াতে বাধ্য হচ্ছেন।
এ বিষয়ে চৌফলদন্ডী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনজুর আলম বলেন, আমরা যতটুকু জেনেছি, অপহরণের ঘটনাটি সাজানো মনে হচ্ছে। শাহজাহান ছেলেটি অপরাধ করার মতো লোক না। হয়তো পারিবারিক বিরোধের কারণে তাকে ফাঁসানো হচ্ছে। বিষয়টি তারা পুলিশকেও জানিয়েছেন।
অপহরণ মামলাটির তদন্তকারি কর্মকর্তা কক্সবাজার সদর মডেল থানার উপ-পরিদর্শক দূর্জয় বিশ্বাস জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে ঘটনাটি সাজানো। বাদী মুক্তিপণের ঘটনাস্থল দেখিয়েছেন টেকনাফের মেরিন ড্রাইভের শামলাপুর এলাকায়। কিন্তু তারা নিজেরাই এলাকাটি চিনতে পারছেন না।
তবে তিনি জানান, আসামি ও বাদীর মোবাইলের অবস্থান যদি এক জায়গায় পাওয়া যায় তখনই বিষয়টি সিদ্ধান্ত নেয়া সম্ভব হবে। এখনও মোবাইল কলের সেই তালিকা তিনি সংগ্রহ করতে পারেননি।
এ বিষয়ে অপহরণের ঘটনাটি সঠিক দাবি করে মামলার বাদী কামরুন্নেছা রুমি বলেন, শাহজাহানের নানামুখী হুমকির মুখে আমি মহিলা হয়েও আদালতে গিয়ে মামলা করতে বাধ্য হয়েছি। তিনি প্রশ্ন তুলেন, হুমকি ধমকি যদি ঘরের দরজা পর্যন্ত পৌঁছে যায় তখন মামলা না করে কোন উপায় আছে? তবে তিনি স্বীকার করেছেন, তার স্বামী সেলিম রেজার সাথে মোহাম্মদ শাহজাহানের পারিবারিক ও সম্পত্তিগত বিরোধ রয়েছে দীর্ঘদিন ধরে।
‘মিথ্যা’ মামলার শিকার বিএনপি নেতা ও ঠিকাদার মোহাম্মদ শাহজাহান বলেন, অপহরণ কিংবা অপহরণ চেষ্টার মতো কোনো ঘটনাই ঘটেনি। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে সঠিক ভাবে তদন্ত করলেই আসল সত্যি বেরিয়ে আসবে। তিনি মিথ্যা মামলাকারী কামরুন্নেছা রুমি ও তার স্বামী সেলিম রেজার শাস্তিও দাবি করেছেন।
কক্সবাজার সদর উপজেলাধীন চৌফলদন্ডি ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি সদস্য কামাল উদ্দিন বলেন, বিএনপি নেতা শাহজাহান আমাদের চেনা। তিনি একজন ঠিকাদার ও সামাজিক কাজে জড়িত। তিনি অপহরণের মতো কোনো ঘটনায় জড়িত আমরা বিশ্বাস করি না।
তিনি বলেন, পারিবারিক বিরোধের জের ধরে তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ভাবে অপহরণ ও মানবপাচার মামলা করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

