আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

চন্দ্রঘোনায় নদী থেকে কিশোরীর লাশ উদ্ধার, উদ্ধার হয়নি একটি শিশু

উপজেলা প্রতিনিধি, (কাপ্তাই) রাঙামাটি

চন্দ্রঘোনায় নদী থেকে কিশোরীর লাশ উদ্ধার, উদ্ধার হয়নি একটি শিশু

রাঙামাটির কাপ্তাইয়ের চন্দ্রঘোনা থানাধীন ফেরিঘাট কর্নফুলী নদী থেকে অজ্ঞাত কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে কর্ণফুলী নদীতে ফেরিঘাট এলাকায় ভাসমান অবস্থায় দেখে স্থানীয়দের সহায়তায় পুলিশ নয় থেকে ১০ বছরের এক কিশোরীর লাশ উদ্ধার করেছে।

বিজ্ঞাপন

একই স্থানে এক শিশু নিখোঁজ রয়েছে। নিখোঁজ শিশুটির নাম ইমন। তার নানা রিকশা চালক আবদুল গনি জানান, ছয় সদস্য বিশিষ্ট একটি পরিবার চট্টগ্রাম থেকে ঈদের ছুটিতে বেড়াতে আসে। হঠাৎ শিশুটি কর্ণফুলী নদীতে ডুবে যায়। কিশোরীর মরদেহ উদ্ধার করা হলেও তার ছয় বছরের নাতি ইমনের সন্ধান পাওয়া যায়নি।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান জানান, খবর পেয়ে থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে কিশোরীর লাশটি উদ্ধার করেছে। তবে তাৎক্ষণিক মেয়েটির নাম জানা যায়নি। এখনো একটি শিশু নিখোঁজ রয়েছে। আমরা বিস্তারিত খোঁজ নিয়ে দেখেছি।

এমএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন