আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বাবাকে গরম তেলে ঝলসে দিল মেয়ে

উপজেলা প্রতিনিধি, পরশুরাম (ফেনী)

বাবাকে গরম তেলে ঝলসে দিল মেয়ে

ফেনীর পরশুরামে বাবাকে গরম তেল ছুড়ে ঝলসে দিয়েছে ১৩ বছরের এক কিশোরী। শুক্রবার বিকেলে পৌরসভার বাসপদুয়ার পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।

দগ্ধ মো. নুরুন্নবী বাসপদুয়া গ্রামের সাহাব উদ্দিনের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত ফাতেমা আক্তার নিহাকে আটক করেছে পুলিশ।

বিজ্ঞাপন

নুরুন্নবী বলেন, বিকালে বিছানায় শুয়ে ছিলাম। হঠাৎ আমার মুখ ও শরীরে উত্তপ্ত সয়াবিন তেল ছুড়ে মারে মেয়ে ফাতেমা। এতে আমার মুখসহ শরীরের এক অংশ ঝলসে যায়।

তিনি বলেন, গত কয়েকদিন আগে লামিয়াকে কে বা কারা ডেকে নিয়ে যান। বিষয়টি জানতে নিহাকে জিজ্ঞেস করলে আমার সঙ্গে তর্কবিতর্ক করতে থাকে। মেয়েটি জানায়, যারা লামিয়াকে মেরেছে তারাই আমাকে ডেকেছে। আমি তাদের নাম বলতে পারব না।

এদিকে, ২০২৪ সালের ৬ ফেব্রুয়ারি দুপুরে বাসায় ঢুকে চোখ-মুখ বেঁধে নুরুন্নবীর মেয়ে লামিয়াকে শ্বাসরোধ করে হত্যা করেন হেলমেট পরা দুই যুবক। ওই সময় কৌশলে পালিয়ে পাশের কক্ষে ঢুকে দরজা আটকে দিয়ে বেঁচে যান নিহা।

নুরুন্নবীকে তেল ছোড়ার ঘটনায় লামিয়া হত্যাকাণ্ডের যোগসাজশ রয়েছে বলে দাবি করেছেন প্রতিবেশীরা।

পরশুরাম মডেল থানার ওসি মোহাম্মদ নুরুল হাকিম বলেন, এ ঘটনায় অভিযুক্ত কিশোরীকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। দগ্ধ নুরুন্নবীকে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন