বাঁশখালীতে লটারির মাধ্যমে ৩৪ ওএমএস ডিলার নিয়োগ

উপজেলা প্রতিনিধি, বাঁশখালী (চট্টগ্রাম)
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ২০: ৫৫

বাঁশখালীতে উন্মুক্ত লটারির মাধ্যমে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় ৩৪ জন ওএমএস ডিলার নিয়োগ সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে এ লটারি অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জমশেদুল আলমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে সরকারি কর্মকর্তাসহ জনপ্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার শ্যামল চন্দ্র সরকার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. গোলাম মোস্তফা, বাঁশখালী প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি ও দৈনিক আমার দেশ প্রতিনিধি মুহাম্মদ মুহিব্বুল্লাহ ছানুবী, খাদ্য অফিসার মো. সেলিম হেলালী, খাদ্য গুদাম ম্যানেজার নিপুণ চন্দ্র সরকার, সাঈদ চৌধুরী আরফাত, সাংবাদিক মিজান বিন তাহের, সাংবাদিক শিব্বির আহমদ রানা, সাংবাদিক রিয়াদুল ইসলাম ও সাংবাদিক তাফহিমুল ইসলাম প্রমুখ।

উন্মুক্ত লটারির মাধ্যমে মোট ৩৪ জনকে নির্বাচিত করা হয়। এর মধ্যে পৌরসভায় ৬ জন এবং উপজেলার ১৪ ইউনিয়নে ২৮ জন ডিলার নিয়োগ পান। বণ্টন অনুযায়ী পুকুরিয়া ২, সাধনপুর ২, খানখানাবাদ ২, কাথারিয়া ২, সরল ৩, শীলকূপ ২, গন্ডামারা ২, চাম্বল ২, ছনুয়া ২, কালীপুর ২, শেখেরখীল ২, পুঁইছড়ি ২, বাহারছড়া ২ এবং বৈলছড়ি ১ জন।

এ সময় ইউএনও মো. জমশেদুল আলম বলেন, ‘সততা ও স্বচ্ছতার ভিত্তিতে উন্মুক্ত লটারির মাধ্যমে ডিলার নির্বাচন সম্পন্ন হয়েছে। সরকারের নির্দেশনা অনুযায়ী মনোনীতরা ন্যায্যতা ও দায়িত্বশীলতার সাথে খাদ্য বান্ধব কর্মসূচি বাস্তবায়ন করবেন।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত