কুমিল্লায় রাস্তায় টায়ার জ্বালিয়ে হরতাল পালন

২০ ঘণ্টা বুঝিয়েও যুবলীগ ক্যাডারের পিকেটিং ঠেকাতে পারল না পুলিশ

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ২১ জুলাই ২০২৫, ০০: ৩৭

কুমিল্লায় আওয়ামী লীগের সাবেক এমপি প্রার্থীর ভাই যুবলীগ ক্যাডার এহতেমামুল হাসানকে আটক করেছিল পুলিশ। বুড়িচং থানায় ২০ ঘণ্টা রেখে গতকাল রোববার রাস্তায় ফ্যাসিবাদী দলটির পক্ষে হরতাল পালন না করতে বলে তাকে। সম্ভবত তিনি রাজিও হয়েছিলেন। সেই প্রতিশ্রুতি নিয়ে তাকে ছেড়েও দেওয়া হয়। কিন্তু মুক্ত হওয়ার এক ঘণ্টার মধ্যেই সড়কে টায়ার জ্বালিয়ে মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ক্যাডাররা।‌

গতকাল দলটির ডাকা হরতালে হাসানের নেতৃত্বে সড়ক অবরোধ করে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগ ক্যাডাররা। মিছিলটি উপজেলার কোন জায়গায় করা হয়েছে তা প্রকাশ করেনি নিষিদ্ধ সংগঠনটি। গত রাতে ২৪ সেকেন্ডের একটি ভিডিওতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেটি প্রকাশ করেছে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইসরাফিল পিয়াস। তার বাড়ি বুড়িচংয়ে।

বিজ্ঞাপন

জানা গেছে, গত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ডামি এমপি প্রার্থী ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক এবং কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এহতেশামুল হক রুমি। তার পক্ষে সব কর্মসূচি আঞ্জাম দেন ছোট ভাই হাসান। জুলাই বিপ্লবের পর রুমি গা ঢাকা দিলেও দাঁপিয়ে বেড়াচ্ছেন হাসান। এমনকি অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ফেসবুকে নানা কুৎসা রটনা ও যেকোনো সরকারবিরোধী কর্মকাণ্ড তিনিই করান। সম্প্রতি এলাকায় ড. মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে দুটি মিছিল হয়েছে, যেগুলোর পৃষ্টপোষক ছিলেন হাসান।

এই যুবলীগ ক্যাডার আওয়ামী লীগের হরতালের সমর্থনে এলাকায় পিকেটিং করতে পারেন ভেবে তাকে দুই সহযোগীসহ শনিবার রাতে আটক করেছিল পুলিশ। বিশ ঘণ্টা আটকের পর তাকে ছেড়ে দেওয়া হয়। তার সঙ্গে দুই সহযোগীকেও ছেড়ে দেওয়া হয়েছে।

কুমিল্লা বুড়িচং মোকাম ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মো. ইউনুস বলেন, যুবলীগ ক্যাডার হাসানের ভাই এমপি নির্বাচন করেছেন। আওয়ামী লীগের বড় নেতাও। তাকে গ্রেপ্তার করে ছেড়ে দেওয়া হয়েছেÑ এটা কী করে সম্ভব। গত এক মাসে হাসানের নেতৃত্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুই মিছিল হয়েছে। আজকে আমরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নেওয়ায় দিনের বেলা কিছু হয়নি। কিন্তু তাদের ছেড়ে দেওয়ার পর ঠিকই ছাত্রলীগ টায়ার জ্বালিয়ে মিছিল করেছে।

বুড়িচং থানার ওসি আজিজুল হক আমার দেশকে বলেন, আওয়ামী লীগের ডাকা হরতালে নাশকতা করতে পারে এতেশামুল হক রুমি। এমন সংবাদের ভিত্তিতে আমরা তার ভাই এহতেমামুল হাসানকে আটক করি। তার মাধ্যমে তার ভাইকে বলা হয়েছে যেন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কোনো ধরনের অরাজকতা না করা হয়। সন্ধ্যার পর তাদের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালেক স্যারের পরামর্শে ছেড়ে দেওয়া হয়েছে।

কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালেক আমার দেশকে বলেন, রাতে তাদের পক্ষ থেকে নাশকতা করতে পারে এমন একটা হুমকি ছিল। এজন্য তাদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছিল। তেমন কিছু না পাওয়ায় ছেড়ে দেওয়া হয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত