‘কলিজা খুলে ফেলব’ -শিক্ষা বোর্ড চেয়ারম্যান ও ডিসিকে বিএনপির সাবেক এমপির হুমকি

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ১২ আগস্ট ২০২৫, ২১: ৩৮

কুমিল্লায় শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মো. শামছুল ইসলাম এবং জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছারের কলিজা খুলে ফেলার হুমকি দিয়েছেন কুমিল্লা ১০ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর গফুর ভূঁইয়া। এক মিনিট ৫০ সেকেন্ডের একটি অডিওতে তাকে এসব কথা বলতে শোনা যায়।

বিজ্ঞাপন

নাঙ্গলকোট এলাকার কয়েকজনের সাথে কথা বলে জানা যায় , চলতি বছরের ১৮ মে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদারের বড় ভাই ড. মীর আবু সালে শামসুদ্দিন শিশিরকে ভোলাইন বাজার উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি হিসেবে সুপারিশ করেন কুমিল্লা জেলা প্রশাসক। এই ঘটনার কারণে ক্ষুদ্ধ হয়ে শিক্ষা বোর্ড চেয়ারম্যানের সাথে ফোনে এসব ব্যবহার করেন সাবেক সংসদ আব্দুল গফুর ভূইয়া ।

জানা যায়, গত কিছুদিন আগে স্কুল কমিটির সভাপতি সংক্রান্ত বিষয়ে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে মোবাইল ফোনে এসব অশ্লীল কথা বলেন সাবেক সংসদ সদস্য আব্দুর গফুর ভূঁইয়া। তিনি কুমিল্লা ১০ আসন নাঙ্গলকোট, সদর দক্ষিণ ও লালমাই উপজেলা থেকে ২০০১ সালে বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া অডিওতে কুমিল্লা ১০ আসনের সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা আব্দুল গফুর ভূঁইয়া বলেন, একজন সংসদ সদস্যকে আপনি অপমান করতে পারেন না। আমি আপনার অফিসে এসে আপনাকে অপমান করব। কত বড় কলিজা হয়েছে দেখব। আপনাকে এখানে কে বসিয়েছে আমি তার কলিজাও ‘খুলিয়ালামো’। আপনার কলিজাও ‘খুলমু’। বেয়াদবির একটা সীমা আছে। আমি আপনার বিরুদ্ধে কালকে মামলা করব। এটার দায়-দায়িত্ব আপনাকে নিতে হবে। কত বড় সাহস আপনার আমি দেখে নেব।

আমি আপনাকে বলছি আপনি এটা সুন্দর ভাবে করেন। না করলে আপনার ক্ষতি হবে। অপমানিত হবেন। আমি আপনাকে দেখে নেব। আমি টোকাই না। আমি আইন প্রণেতা।

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রেস উইং এর সদস্য শামসুদ্দিন দিদার বলেন, গফুর ভূইয়া ক্ষমতার অপব্যবহার করে প্রশাসনের লোকজনের সাথে খারাপ আচরণ করছেন ।

অডিও রেকর্ডের বিষয়ে জানতে চাইলে কুমিল্লা সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূইয়া টেলিফোনে বলেন, এগুলো সব এডিট করা। আমি এ বিষয়ে চেয়ারম্যানের সাথে কোনো কথা বলিনি। যারা আমার বিরুদ্ধে এমন অপপ্রচার করছে। আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব।

এ বিষয়ে জানতে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শামছুল ইসলাম আমার দেশকে বলেন, স্কুল কমিটি সংক্রান্ত একটি বিষয়ে তিনি এসব কথা বলেছিলেন। এর বেশি এ বিষয়ে আর কিছু বলতে চাই না।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত