প্রথমবার শাহ আমানতে পাইপলাইনে বিমানের জ্বালানি সরবরাহ শুরু

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১০: ১২

আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পাইপলাইনের মাধ্যমে জেট ফুয়েল সরবরাহ শুরু হয়েছে। চট্টগ্রামের পতেঙ্গার গুপ্তখালে পদ্মা অয়েলের প্রধান স্থাপনা থেকে ৫ দশমিক ৭৭ কিলোমিটার দীর্ঘ লাইনের মাধ্যমে বিমানের জন্য এ জ্বালানি পৌঁছাচ্ছে কোম্পানিটি।

এর আগে বিশেষায়িত ভাউচারের মাধ্যমে দৈনিক সোয়া দুই লাখ লিটার তেল পরিবহন করা হতো, যাতে সময় লাগত কমপক্ষে ১২ ঘণ্টা। এখন থেকে দুই ঘণ্টায় চাহিদার পুরো জ্বালানি সরবরাহ করবে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞাপন

গতকাল মঙ্গলবার সকালে আধুনিক প্রযুক্তিসম্পন্ন এমআই থেকে শাহ আমানত বিমানবন্দর পর্যন্ত জেট এ-১ পাইপলাইন প্রকল্পের উদ্বোধন করেন জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম।

তিনি জানান, উড়োজাহাজের জ্বালানি একটি বিশেষায়িত জ্বালানি। এখানে এক ফোঁটা পানি ঢুকলে বিমানের জন্য মারাত্মক ঝুঁকি ডেকে আনতে পারে। ম্যানুয়াল পদ্ধতিতে ভাউচারের মাধ্যমে এ তেল সরবরাহ করাটা ঝুঁকিপূর্ণ ছিল। তাই বিশেষ সতর্কতা অবলম্বন করতে হতো। এখন থেকে সে ঝুঁকি অনেকটাই কমে গেল। এতে সিস্টেম লস হ্রাসের পাশাপাশি নিশ্চিত হবে জাতীয় নিরাপত্তা।

গুপ্তখালের ডিপো থেকে সরাসরি পাইপলাইনে এ তেল পৌঁছে যাবে বিমানবন্দরের পদ্মা অ্যাভিয়েশন ট্যাংকারে। তবে পদ্মা অ্যাভিয়েশন থেকে উড়োজাহাজে রিফুয়েলিংটা আপাতত ম্যানুয়ালি হবে। যত দ্রুত সম্ভব সেখানেও অটোমেশন পদ্ধতি চালু করা হবে বলে জানান তিনি।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিপিসি চেয়ারম্যান আমিন উল আহসান। তিনি জানান, জেট ফুয়েল ছাড়াও অন্যান্য জ্বালানি তেল পরিবহনের জন্য ঢাকা-চট্টগ্রাম পাইপলাইন প্রজেক্ট কিছুদিন আগে উদ্বোধন করা হয়েছে। এছাড়া আরো কয়েকটি পাইপলাইন সফলভাবে অপারেশন করা হচ্ছে। পুরো বাংলাদেশকে পাইপলাইন নেটওয়ার্কের আওয়াতায় আনতে কাজ করছে বিপিসি।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেনÑবাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হকের এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল হায়দার আবদুল্লাহ, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের পরিচালক (অপা. ও পরি.) ড. একেএম আজাদুর রহমান, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীর, পদ্মা অয়েল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. মফিজুর রহমান ও প্রকল্প পরিচালক প্রকৌশলী অমিত কুমার বড়ুয়া।

সূত্র জানায়, পদ্মার প্রধান স্থাপনা থেকে ট্যাংকলরিযোগে আট কিলোমিটার দূরে শাহ আমানতে অ্যাভিয়েশন ডিপোতে জেট এ-১ সরবরাহ করা হতো। ট্যাংকলরিতে এ জ্বালানি পরিবহনে খরচ হতো বছরে আট কোটি টাকা। ১৬০ কোটি টাকা ব্যয়ে নতুন প্রকল্প বাস্তবায়নের ফলে পাইপলাইনে ঘণ্টায় ১৪০ ঘনমিটার জ্বালানি সরবরাহ হচ্ছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত