আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মায়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ পণ্যসহ আটক ১১

চট্টগ্রাম ব্যুরো

মায়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ পণ্যসহ আটক ১১

মায়ানমারে অবৈধভাবে বিপুল পরিমাণ পণ্যসামগ্রী পাচারকালে ১১ জনকে আটক করেছে নৌবাহিনী যুদ্ধজাহাজ “সমুদ্র অভিযান”। একইসাথে একটি বোটও জব্দ করা হয়েছে।

সোমবার বাংলাদেশ নৌবাহিনী যুদ্ধজাহাজ ‘সমুদ্র অভিযান’ এর মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়। নৌবাহিনী থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার রাতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

এতে জানানো হয়, বঙ্গোপসাগরে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ “সমুদ্র অভিযান” কর্তৃক নিয়মিত টহল চলাকালিন সেন্টমার্টিনের ছেড়াঁ দ্বীপ থেকে আনুমানিক ১০ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে বাংলাদেশের জলসীমায় একটি কাঠের বোট দেখতে পায়। এসময় বোটটির গতিবিধি সন্দেহজনক মনে হলে নৌবাহিনী জাহাজ বোটটির কাছে যেতে থাকে। নৌবাহিনীর জাহাজের আগমন টের পেয়ে বোটের গতি বাড়িয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তারা। এসময় তাদেরকে ধাওয়া করে ১১ জন পাচারকারীসহ ‘এফ বি আহমদ উল্লাহ মাইজভান্ডারী-১’ নামে একটি বোট জব্দ করা হয়৷

পরে বোটটি তল্লাশি করে আলু- ১৫ হাজার কেজি, রসুন-৭৫০ কেজি, ময়দা আড়াই হাজার কেজি, মসুর ডাল আড়াই হাজার কেজি, কোমল পানীয় (টাইগার/স্পিড) ১৪ হাজার ৪০০ পিস, গ্যাস লাইটার ৬০০ পিসসহ বিপুল মালামাল উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন