আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

দাউদকান্দির সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী ঢাকায় গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, (দাউদকান্দি) কুমিল্লা

দাউদকান্দির সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী ঢাকায় গ্রেপ্তার

কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে দাউদকান্দি থানা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।

বিজ্ঞাপন

তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি মডেল থানার ওসি জুনায়েত চৌধুরী। গত বছরের ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। সম্প্রতি তিনি সরকারবিরোধী বিভিন্ন কার্যক্রমে সক্রিয় হয়েছেন।

সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভুঁইয়ার ছেলে মোহাম্মদ আলী সুমন আওয়ামী লীগ সরকারের সময় টানা দুই মেয়াদে উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

দাউদকান্দি মডেল থানার ওসি মো. জুনায়েত চৌধুরী জানান, গ্রেপ্তারকৃত মোহাম্মদ আলী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, রিফাত ও বাবু হত্যা মামলার প্রধান আসামি। সোমবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন