আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সেনা অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী রিফাত আটক

উপজেলা প্রতিনিধি, লোহাগাড়া (চট্টগ্রাম)

সেনা অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী রিফাত আটক

চট্টগ্রামের লোহাগাড়ায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী রিফাতকে (৩৫) আটক করা হয়েছে। গত বৃহস্পতিবার বেলা ৩টার দিকে চরম্বা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের তেলিবিলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটক রিফাত উপজেলার চরম্বা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের তেলিবিলা এলাকার ছিদ্দিক সওদাগরের ছেলে।

বিজ্ঞাপন

যৌথ বাহিনীর অভিযানে আটক রিফাতের কাছ থেকে দুটি এলজি, সাতটি কাতুর্জ, দুই লিটার বাংলা মদ, চারটি রাম দা, ছয়টি চাকু, একটি ড্রোন, আটটি মোবাইল ফোন, তিনটি মেমোরি কার্ড, একটি মোবাইল ব্যাটারি, একটি রকেট প্যারাসুট ফ্লেয়ার সিগন্যাল, একটি পেনড্রাইভ ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

দীর্ঘদিন ধরে সে এলাকায় চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে জড়িত ছিল বলে জানিয়েছে স্থানীয়রা।

লোহাগাড়া আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন ওলিদ বিন মৌদুদ বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উল্লেখিত এলাকা থেকে উক্ত অস্ত্রশস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী রিফাতকে আটক করা হয়েছে। আটক সন্ত্রাসী রিফাতকে অস্ত্রশস্ত্রসহ লোহাগাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, রিফাত দীর্ঘদিন ধরে এলাকায় আতঙ্কের নাম ছিল। তার গ্রেপ্তারে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ আব্দুল জলিল বলেন, আটক সন্ত্রাসীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...