গত ১২ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে আধুনগর ঘটিয়ারপাড়ায় সীমানা বিরোধকে কেন্দ্র করে কোদালের কোপে শাহ আলম নিহত হন। নিহত শাহ আলমের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের হলে লাবলু পলাতক ছিলেন।
ভুক্তভোগীর ভাই মনির হোসেন জানান, নিহত শাহ আলম দোকানে যাওয়ার সময় রাস্তার মধ্যে বালির বস্তা বিছানো অবস্থা দেখায় চাচাতো ভাই লাভলুকে সরিয়ে দিতে বলে। এতে লাভলু রাগান্বিত হয়ে শাহ আলমকে একাধিকবার কোদাল দিয়ে আঘাত করে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন
দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার কলাউজান ইউনিয়নের রসুলাবাদ এলাকার আবু তাহেরের ছেলে এয়াকুব (২০) ও একই এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে রায়হান (১৮)।