লোহাগাড়ায় শাহ আলম হত্যা মামলার আসামি লাবলু আটক

উপজেলা প্রতিনিধি, লোহাগাড়া (চট্টগ্রাম)
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ১০: ৫৪

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের শাহ আলম হত্যা মামলার আসামি লাবলু (৫০) কে আটক করেছে থানা পুলিশ।

শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে এসআই মাঈনুদ্দিন ও সঙ্গীয় ফোর্স চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার দেওয়ানহাট এলাকা থেকে তাকে আটক করে।

বিজ্ঞাপন

আটক লাবলু লোহাগাড়ার আধুনগর ঘটিয়ারপাড়া এলাকার মৃত মোজাহের আহমদের পুত্র।

প্রসঙ্গত, গত ১২ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে আধুনগর ঘটিয়ারপাড়ায় সীমানা বিরোধকে কেন্দ্র করে কোদালের কোপে শাহ আলম নিহত হন। নিহত শাহ আলমের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের হলে লাবলু পলাতক ছিলেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত